আমেরিকা ইরান বিতর্কে প্রভাবিত বিমান পরিষেবা

বাংলা হান্ট ডেস্ক: ওমান উপসাগরের তেল ট্যাংকার বিস্ফোরণ কে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের সম্পর্ক চরমে গিয়েছে। সেই সম্পর্কের প্রভাব পড়লো বিমান পরিষেবার ওপর। সেই বিতরক এর প্রভাব পড়েছে ভারতীয় বিমান পরিসেবার ওপর।

cc31b images 5 8

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বিমান সংস্থাগুলোর উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করে বলেন তেহরান নিয়ন্ত্রিত আকাশসীমা হরমুজ প্রণালী এবং ওমান উপসাগর দিয়ে এড়িয়ে যেতে হবে।

নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দর থেকে মুম্বাই কে আমি উড়ান সাসপেন্ড করল ইউনাইটেড এয়ারলাইন্স।নিউ জার্সি থেকে মুম্বাইগামী বিমানের আকাশসীমা ইরানের মধ্য দিয়ে। তাই নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে আমেরিকান এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্স ও তাদের বিমান বাতিল করেন।

সম্পর্কিত খবর