ছোটবেলায় অপহরণ করে পরিচারিকা, ৫১ বছর পর বাড়ি ফিরে এল ঘরের মেয়ে

বাংলাহান্ট ডেস্ক : ৫১ বছর আগে কিডন্যাপ। কিন্তু সে ফিরে এলো এই কয়েকদিন আগে। এ যেন এক রূপকথার হারিয়ে যাওয়া রাজকুমারীর ঘটনা। সম্প্রতি টেক্সাসে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। সেই কোন ছোটবেলায় কিডন্যাপ হওয়া বালিকা যেন ফিরে এলো মধ্যবয়স্কারূপে তাঁর মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে।

জানা গিয়েছে, ২৩শে আগস্ট, ১৯৭১ সালে মেলিসা হাইস্মিথ টেক্সাসের ফোর্ট ওয়ার্থে তাঁর নিজের বাড়ি থেকেই অপহৃত হন। কিন্তু সেই সময় পুলিশ তাঁকে খুঁজে পায়নি। মা বাবার মন ভেঙে যায়। সেই সময়ের একটি সংবাদপত্র ‘The Guardian’- এ এই খবরটি প্রকাশিত হয়, এবং তাতে বলা হয় যিনি মেলিসার ন্যানি বা যিনি ছোটবেলায় তাঁর রক্ষণাবেক্ষন করতেন, তিনিই কিডন্যাপ করেন তাঁকে।

যখন মেলিসা বেশ ছোটো, তাঁকে দেখাশোনা করতে তাঁর মা আলতা আপান্তেনকো একজন ন্যানির খোঁজ করতে পেপারে বিজ্ঞাপন দেন এবং একজন মহিলা তাঁদের সাথে যোগাযোগ করেন, ও মেলিসার মা তাঁকে কাজে নিযুক্ত করে নেন। কিন্তু সেই মহিলা কাজে ঢোকার দিন কয়েকের মধ্যেই মেলিসাকে কিডন্যাপ করেন এবং মেলিসার পরিবার বাধ্য হয়ে পুলিশের সহায়তা নেন। কিন্তু পুলিশের সব চেষ্টা ব্যর্থ হয়।

MISSING

টানা ৫১ বছরের দূরত্ব। মেলিসার মা বাবা তাঁদের অন্য চার সন্তান এবং নাতি নাতনি নিয়ে সুখেই ঘর করছেন। কিন্তু এর মধ্যেই খবর আসে ফোর্ট ওয়ার্থের কাছে একটি শহরে এমন একজনের খোঁজ পাওয়া গেছে যিনি হুবহু মেলিসার মতো। এমনকী তাঁর জন্মদাগ ও জন্মদিনও মেলিসার মতো এক দিনে। শেষ পর্যন্ত DNA টেস্ট এবং জানা গেলো এই সেই তাঁদের হারানো মেয়ে মেলিসা। মেলিসা সবাইকে আবার নতুন করে ফিরে পেয়ে খুব খুশি। তিনি সকলের সাথে মিলে মিশে গেছেন। ফোর্ট ওয়ার্থের একটি চার্চে তাঁরা সবাই মিলে আনন্দ উদযাপন করেছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর