বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলা থেকে আমেরিকা (United States of America) দেশটির সম্পর্কে আমাদের খুব উচ্চ ধারণা রয়েছে মনে। অনেকেরই স্বপ্ন থাকে মার্কিন মুলুকে চাকরি করার। আমেরিকা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক স্বর্গ। বড় বড় হাইরাইজ বিল্ডিং থেকে শুরু করে বিশ্বের বড় বড় কোম্পানির সদর দপ্তর, আমেরিকা যেন সব পেয়েছির দেশ।
আমেরিকার পরিকাঠামো সম্পর্কে আমাদের অনেকেরই মনে খুব উচ্চ ধারণা রয়েছে। তবে বাস্তব কিন্তু সেই কথা বলে না। এই আমেরিকাতে এমন একটি শহর রয়েছে যেটি নোংরার জন্য পরিচিত। বলা হয়ে থাকে এই শহরের বাড়িগুলিতে হামেশাই ঢুকে আসে পোকামাকড়। এমনকি এই শহরের বাতাসে নিশ্বাস নিলেও অসুস্থ হয়ে পড়তে পারে শরীর।
আরোও পড়ুন : জানলে হবে না বিশ্বাস! ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল CRPF
আমেরিকার এই শহরকে একটি সমীক্ষায় নোংরা শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে। LawnStarter-এর ২০২৩ সালের সমীক্ষায় আমেরিকার ১৫০ টিরও বেশি বৃহত্তম শহরকে বিভিন্ন গ্রুপে ফেলে দেখা হয় কে আসবে শীর্ষে। দূষণ, জীবনযাত্রার অবস্থা, অবকাঠামো এবং গ্রাহক সন্তুষ্টির মতো বিষয়গুলি ছিল এই সমীক্ষায়।
আরোও পড়ুন : ‘আমায় জেলে ঢুকিয়ে দিন’! দেবের কাছে হেরে এ কি বললেন হিরণ?
এই সমীক্ষায় সব থেকে নোংরা শহরের তকমা পেয়েছে টেক্সাসের হিউস্টন। আবর্জনার স্তূপের ক্ষেত্রে তালিকার শীর্ষে অবস্থান করছে স্পেস সিটি। এই ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জার্সি। বায়ু দূষণ, অবকাঠামোগত সমস্যা এবং বাড়িতে পোকামাকড়ের উপদ্রবের প্রেক্ষিতে আমেরিকার সবথেকে নোংরা শহরের তকমা পেয়েছে হিউস্টন।
LawnStarter-এর বোন সাইট PestGnome যে ডেটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ আরশোলা রয়েছে হিউস্টন (Houston) শহরে। এছাড়াও ভয়ংকর সব পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে শহর জুড়ে। এই শহরের অনেক বাসিন্দা বলছেন যে এখানে বসবাস করা খুবই সমস্যার। এছাড়াও এই শহরে ইঁদুরের উপদ্রব বড় সমস্যার কারণ।