১৮০ বছর পর আছড়ে পড়তে চলেছে ‘অতি ভয়ঙ্কর’ হারিকেন ঝড় ইদা, উদ্বেগের প্রহর গুনছে শহর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মাঝেমাঝেই হারিকেন ঝড়ের প্রকোপে মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য করতে হয় আমেরিকার নিউ অরলিয়েন্সকে। ১৬ বছর আগে আছড়ে পড়েছিল হারিকেন ক্যাটরিনা। সেবারও মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছিল গোটা শহর। ধ্বংস হয়েছিল বহু ঘরবাড়ি, প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। ফের একবার ঘূর্ণিঝড় ইদার আশঙ্কায় প্রহর গুনছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গেছে শনিবার থেকে এই ঝড় এগোচ্ছে গলফ উপকূলের দিকে।

আবহাওয়াবিদদের মতে ১৮৫০ সালের পর এত মারাত্মক কোন ঝড় দেখতে হয়নি আমেরিকাকে। যার জেরে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন, হারিকেন ইদা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। বিশেষত সোমবার থেকে মারাত্মক হয়ে উঠতে পারে এর গতি।আবহাওয়াবিদরা বলছেন, এটি একটি ক্যাটাগরি-২ হারিকেন, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ মাইল বা ১৬০ কিলোমিটার।

ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা। নিউ অরলিয়েন্স ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। ইতিমধ্যেই অনেকে সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে। আমেরিকান ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্কবার্তা জারি করে জানিয়েছে, মূলত উপকূলে আছড়ে পড়ার পর থেকে মারাত্মক রূপ নিতে পারে এই ঝড়।

todays Weather report 18 th july of west Bengal

আবহাওয়াবিদদের মতে উপকূলে আছড়ে পড়ার পরেই ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। যার জেরে এখন আশঙ্কার দিন গুনছে সাধারণ মানুষ। মারাত্মক এই ইদার প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে তৎপর রয়েছে প্রশাসনও। যেকোনও সময় স্থানীয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলেও জানা গিয়েছে।

X