প্রতি ১৯ বছর পর দেখা। পৃথিবীর গা ঘেঁষে আবারও বেরিয়ে গেল ৮৩০ মিটারের থেকেও বড় গ্রহাণু।

 

 

বাংলা হান্ট ডেস্ক: মহাকাশ একটি অসীম রহস্যের স্থান। যুগ যুগ ধরেই নানান উন্নতি প্রযুক্তি এক হোয়েও পারেনি এর অফুরোন্ত রহস্যের সমাধান করতে। তেমনই এক রহস্য এক রহস্যময় বিশালাকার গ্রহাণু যা আকারে বুর্জ খলিফার থেকেও বিশাল।আবারও পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেল এই বিশালাকার  গ্রহাণু।তবে এই প্রথম বার নয়। প্রতি ১৯ বছরে একবার করে পৃথিবীর এত কাছে আসে গ্রহাণুটি। দুবাই এ অবস্থিত বুর্জ খলিফাা, বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং যার উচ্চতা প্রায় ৮৩০ মিটার। শনিবার সন্ধেয় পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেল যেই গ্রহাণুটি, তার আকার বুর্জ খলিফার চেয়েও বড়।

IMG 20190915 173100 1

প্রতি ১৯ বছর পর পর একই ভাবে পৃথিবীর পাশ ঘেঁষে যায় এই গ্রহাণুটি। বিজ্ঞানীরা এই গ্রহাণুর নাম দিয়েছে ২০০০ কিউ ডাব্লিউ ৭।শনিবার পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে গেল বিশালাকার এই গ্রহাণুটি। পৃথিবীর তিপ্পান্ন লক্ষ কিলোমিটার দূর থেকে বেরিয়ে যায় এটি। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময়  সময়ে গ্রহাণুটির গতিবেগ ছিল ঘণ্টায় ২১ হাজার কিলোমিটার। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এত জোরে গ্রহাণুটি পৃথিবীর মাটিতে আছড়ে পড়লে পৃথিবীর এক বিরাট অংশের হতে পারত ক্ষতি। এমনকি ধ্বংস ও হতে পারত আমাদের বাসভূমি।তবে বিজ্ঞানীদের মতে এতে আশঙ্কার কোনও কারণ নেই।  দিয়ে উড়ে চলেছে ছোট-বড় অজস্র গ্রহাণু।সৌরজগতে এমন অজস্র ঘটনা ঘটে চলে সর্বখন।এমন অনেকই অজানা রহস্য লুকিয়ে আছে মহাকাশে।নানান অজানা জানা মহাজাগতিক বস্তু প্রতি সময় পৃথিবীর আশেপাশে দিয়ে চলে যায় তা বুঝতেও পারেনা পৃথিবীবাসী।


সম্পর্কিত খবর