বন্ধুত্ব-হীনতায় ভুগছেন সোনামণি! এতদিন অভিনয় করার পর আজও কীসের আফসোস রয়েছে তাঁর?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জগতের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। ছোটপর্দার নায়িকা হলেও দর্শকমহলে সোনামণির (Sonamoni Saha) জনপ্রিয়তা টলিউড অভিনেত্রীদের থেকে কোনো অংশে কম নয়। শুরু থেকেই নিজের নিখুঁত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। দর্শকদের কাছে তিনি কখনও দেবী চৌধুরানী তো কখনও ‘মোহর’ সিরিয়ালের মোহর আবার কখনও বা এক্কাদোক্কা  ধারাবাহিকের রাধিকা নামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

কীসের আফসোস সোনামণি সাহার (Sonamoni Saha)?

সোনামণি (Sonamoni Saha) বর্তমানে দর্শকদের কাছে সুধা নামেই বেশি পরিচিত। এছাড়াও কিছুদিন আগেই একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন সোনামণি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে অভিনয় করছেন স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকের সোনামণি একজন ডিভোর্সি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। আর কাকতালীয়ভাবে  বাস্তব জীবনে সোনামণিও ডিভোর্সি।

আসলে বাস্তবে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে তাঁর সেই সংসার সুখের হয়নি। তবে বিচ্ছেদের পর থেকে এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন সোনামণি। যদিও টেলিপাড়ায় মাঝেমধ্যেই কানাঘুঁষো শোনা যায় সহ অভিনেতা প্রতীক সেনের সাথে সোনামণির সম্পর্ক নিয়ে। যদিও বরাবরই নিজেদেরকে শুধুমাত্র বন্ধু বলে দাবি করেছেন প্রতীক-সোনামণি। তবে সম্প্রতি আজকাল ডটইন-এর সাথে সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন : ‘আচমকাই আমার…’, দশ বছর বয়সে নিজের পরিবারেই যৌন হেনস্থার শিকার, বিষ্ফোরক ঝিলম

সেখানে সোনামণি মুখ খুলেছিলেন তাঁর জীবনের আফসোস নিয়েও। এদিন পর্দার সুধা  অভিনেত্রী সোনামণির কাছে জানতে চাওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিতে তাঁর  বন্ধু কারা? উত্তরের অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তাঁর চেনা জানা  অনেকেই রয়েছেন ঠিকই, কিন্তু বন্ধু মাত্র এক-দুজন। কিন্তু দিনের পর দিন একসাথে কাজ করতে করতেই ইন্ডাস্ট্রিতে অনেক তারকারাই বন্ধু হয়ে ওঠেন।

Soanmoni Saha

কিন্তু সোনামণি জানিয়েছেন এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে তাঁর তেমন কোন বন্ধু নেই। এ প্রসঙ্গে খানিক আফসোসের সুরে সোনামণি বলেছেন, ‘জানিনা এটা আমাকেও অবাক করে, সহকর্মীরা শুটিংয়ের পরে আড্ডা দেয়। কোথাও খেতে যায় আমি দেখি। ইন্ডাস্ট্রিতে আমার এরকম কোন বন্ধু নেই, যার সঙ্গে অনেকটা সময় কাটানো যায় এটা আমার আফসোস।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X