বাংলাহান্ট ডেস্ক : বাড়ি থেকে বাইরে বেরোনোর আগেই আমরা ভালো করে দেখে নিই ঘর ঠিক মতন বন্ধ করেছি কিনা। তবে জানেন কি আমাদের ভারতে (India) এমন এক গ্রাম আছে যেখানে কোন ঘরেই নেই দরজা জানলা। তবুও হয় না চুরি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। জানেন কি ভারতের ঠিক কোথায় রয়েছে এই গ্রাম? সেটাই জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে।
আজও পর্যন্ত কখনই এই গ্রামে হয়নি চুরি ডাকাতি। আর সে কারণেই দেশের একমাত্র এই গ্রামকে অপরাধমুক্ত গ্রাম বলা হয়। মহারাষ্ট্রে রয়েছে ব্যতিক্রমী এই গ্রাম। এখানকার মানুষেরা একেবারে নির্ভয়ে দিন যাপন করেন। এই গ্রামে যতগুলি বাড়ি রয়েছে তার মধ্যে কোনটিতেই দরজা বা জানলা লাগানো নেই।
দরজা-জানলা বিহীন বাড়িতে দামি দামি জিনিসপত্র রেখে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন গ্রামের মানুষ। কিন্তু তবুও হয়না চুরি। এই গ্রামটির নাম শনি শিঙ্গাপুর। তবে কেবলমাত্র বাড়ি নয়। দোকানপাট, স্কুল, কলেজ, সরকারি অফিস এমন কি ব্যাংকেও আপনি দেখতে পাবেন না দরজা। লাগানো হয় না তালা।
প্রচলিত কাহিনী অনুযায়ী, বছরের পর বছর ধরে এই গ্রামকে রক্ষা করে চলেছেন স্বয়ং শনিদেব। যদি কেউ চুরি বা অপরাধ করার সাহস দেখায় তাহলে তাকে চরম মাশুল দিতে হয়। সারা জীবনের জন্য তিনি হারিয়ে ফেলবেন দৃষ্টিশক্তি। আর এই বিশ্বাসের জেরেই কেউই চুরি করার বা অপরাধ করার মতন সাহস দেখাতে পারেন না।
শোনা যায়, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই গ্রামে একটি কালো পাথর ভেসে উঠেছিল। সেই পাথরে আঘাত করা মাত্রই নাকি বেরিয়ে আসছিল রক্ত। আবার ওই রাতেই গ্রামের প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন স্বয়ং শনি দেবতা। জানান ভেসে আসো ওই কালো পাথর আসলে তারই মূর্তি। এরপরেই ধুম ধাম করে ওই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় গ্রামে।
শোনা যায়, শনিদেব শর্ত দিয়েছিলেন। ওই পাথরের মূর্তি যেখানে প্রতিষ্ঠা করা হবে সেখানে যেন কোনরকম ছাদ না দেওয়া হয়। পুরো গ্রামকে চোখের সামনে দেখতে চান তিনি, রক্ষা করতে চান সমস্ত বিপদের হাত থেকে। আর সেই থেকেই গ্রামের কোন বাড়িতেই নেই দরজা। হয়না চুরি।