আমেরিকার পর মেক্সিকো-তেও নৃশংসতার ছবি! নির্বিচারে গুলি চালানোর ঘটনায় নিহত মেয়র-সহ ১৮

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকা (America) থেকে শুরু করে কানাডা (Kanada), একের পর এক গুলি চালানোর ঘটনা যেন ক্রমাগত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। এ সকল ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকেই। এদিন মেক্সিকোর (Mexico) বুক থেকে ফের একবার নৃশংসতার ছবি সামনে উঠে আসলো।

সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং কানাডার পাশাপাশি অন্যান্য একাধিক প্রান্তে গুলি চালানোর ঘটনা বেড়েই চলেছে। এ সকল হামলার দরুণ প্রাণ হারায় বহু নিরীহ মানুষ। সেই ধারা বজায় রেখে এদিন সকাল হতেই মেক্সিকোর মেক্সিকান সিটিতে ব্যাপক গুলি চালানোর ঘটনায় প্রাণ গেল ১৮ জনের। মৃতদের তালিকায় এলাকার মেয়র এবং তাঁর পরিবারের সদস্যরাও রয়েছে বলে জানা যাচ্ছে।

মেক্সিকোর এই ঘটনায় এখনো পর্যন্ত সরকারি বিবৃতি না আসলেও ঘটনার দায় স্বীকার করে নিয়েছে একটি সংগঠন। ইতিমধ্যে পুলিশ তাদের তদন্ত শুরু করার মাধ্যমে ঘটনার আসল সত্যতা খুঁজে বার করতে তৎপর। সংবাদমাধ্যম সূত্রের খবর, এদিন সকালে একটি অনুষ্ঠানের আয়োজন চলাকালীন আচমকাই মেক্সিকান সিটি হলে এক ব্যক্তি ঢুকে পড়ে এবং পরবর্তীতে এদিক-ওদিক গুলি চালাতে থাকে সে।

পরবর্তীতে এই ঘটনায় এলাকার মেয়র, তাঁর বাবা এবং অন্যান্য একাধিক পুলিশ কর্মকর্তা সহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘটনার দুটি ছবি সামনে উঠে এসেছে, যার মাধ্যমে নৃশংসতার চিত্র ধরা দিয়েছে। এ ঘটনায় ভীত সন্ত্রস্ত এলাকাবাসী। যদিও পরবর্তীতে উঠে আসা ছবিতে অভিযুক্ত ব্যক্তিটিকে গ্রেফতার করতে দেখা গিয়েছে পুলিশকে।

gun shootout

তবে মার্কিন মুলুক এবং অন্যান্য একাধিক প্রতিবেশী দেশগুলিতে মাস ফায়ারিং-এর ঘটনা কেন বৃদ্ধি পেয়ে চলেছে, তার কোন সুস্পষ্ট ধারণা মেলেনি। কয়েকদিন পূর্বেই আমেরিকায় গুলি চালানোর ঘটনায় নিহত হন অসংখ্য মানুষ। আর এবার মেক্সিকো থেকেও সেই একই চিত্র সামনে উঠে আসলো।


Sayan Das

সম্পর্কিত খবর