বাংলা হান্ট ডেস্ক: গত বছরের ১ ডিসেম্বর থেকে, ভারতের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর সংস্থা Jio তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। যদিও তার আগে Airtel এবং Vodafone-Idea তাদের প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেয়। সেই পথে হেঁটেই Jio এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।
যার ফলে স্বাভাবিকভাবেই গ্রাহকদের প্রতিটি প্ল্যানের ক্ষেত্রেই অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে। ছোট প্ল্যানগুলির পাশাপাশি, ৮৪ দিনের জন্য উপলব্ধ প্ল্যানগুলিতেও দাম বাড়িয়েছে সংস্থা। তবে, আপনি যদি দীর্ঘ মেয়াদের জন্য কোনো রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাহলে অবশ্যই এই প্ল্যানগুলি পছন্দ হবে আপনার। যা প্রায় ৩ মাসের বৈধতা উপলব্ধ করে। বর্তমান প্রতিবেদনে সেইরকমই কিছু রিচার্জ প্ল্যানের প্রসঙ্গ উপস্থাপিত করা হল।
Jio-এর ১১৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সাথে পাওয়া যায়। এই প্ল্যানটি প্রতিদিন ৩ জিবি ডেটা অফার করে। প্ল্যানটিতে সর্বমোট ২৫২ জিবি ডেটা উপলব্ধ থাকে। পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাওয়া যায়। এছাড়াও, গ্রাহকেরা এই প্ল্যানের সাহায্যে প্রতিদিন ১০০ টি SMS ব্যবহার করতে পারেন। Jio-র অ্যাপগুলির ক্ষেত্রেও বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয় এই প্ল্যানে।
পাশাপাশি, Jio-র আরেকটি জনপ্রিয় প্ল্যান হল ৭১৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের দাম যেমন কম তেমনি ডেটা সুবিধাও কম। প্ল্যানটিতে গ্রাহকদের প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। সর্বমোট ১৬৮ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ছাড়াও প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানের বৈধতা হল ৮৪ দিন।
সংস্থার ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানটির বৈধতাও ৮৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা প্রদান করা হয়। অর্থাৎ গ্রাহকেরা সর্বমোট ১২৬ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি SMS ছাড়াও Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন ব্যবহারকারীরা।