Jio-এর সবচেয়ে সস্তা প্ল্যান! এবার আনলিমিটেড সবকিছুই, ফ্রি কল দেশের যে কোনও প্রান্তেই

বাংলাহান্ট ডেস্ক : জিও (Jio) তার গ্রাহকদের জন্য এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যেটা প্রিপেইড রিচার্জ (Prepaid Recharge) লাইনআপে সবচেয়ে সস্তা এবং এই প্ল্যানটির খরচ এত কম যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই প্ল্যানটির দাম অত্যন্ত কম রাখা হয়েছে যাতে এটি সবশ্রেণীর মানুষের বাজেটের মধ্যেই এবং জিও ব্যবহারকারীরা সীমাহীন সুবিধা পান।

আপনিও যদি এই প্ল্যানটির বিশেষত্ব না জেনে থাকেন, তবে আজ আমরা আপনার জন্য এই প্ল্যান সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে এসেছি যাতে আপনি বুঝতে পারেন এটি আপনার কতটা উপকারী হতে পারে। Jio-এর যে প্ল্যান সম্পর্কে আমরা আজ আপনাদের বলতে যাচ্ছি তার দাম হল ₹299। এই প্ল্যানটি গ্রাহকদের জন্য খুবই কার্যকরী।

আপনাদের জানা প্রয়োজন যে, এই প্ল্যানের বৈধতা 28 দিনের জন্য। এই প্ল্যানে যে সুবিধা পাবেন সেটা হল পুরো 1 মাসের জন্য 56GB ডেটা। অর্থাৎ আপনি প্রতিদিন 2GB ডেটার সুবিধা পাবেন। বলা বাহুল্য, দৈনন্দিন ইন্টারনেট সংক্রান্ত প্রয়োজনের জন্য এটা খুবই উপযোগী।

আপনি যদি মনে করেন যে এই প্ল্যানের সুবিধা এখানেই শেষ, তবে আপনি ভুল করছেন কারণ এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের জন্য আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হয় এবং বিশেষ বিষয় হল আপনি দেশের যে কোনও কোণায় কল করতে পারবেন। অতিরিক্ত চার্জ না দিয়ে বিনামূল্যে কথা বলতে পারবেন এই প্ল্যানের মাধ্যমেই।

reliance jio

শুধু তাই নয়, দুর্দান্ত ইন্টারনেট কানেকশনের জন্য কল ড্রপের সমস্যাও আপনার হবে না। এই প্ল্যানে, গ্রাহকদের প্রতিদিন 100টি এসএমএসও দেওয়া হয়, যা আপনি যখনই প্রয়োজন তখন ব্যবহার করতে পারেন। এই প্ল্যানে, আপনি Jio TV, Jio Cinema, Jio Security Jio ক্লাউডের মতো পরিষেবাগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর