বাংলা হান্ট ডেস্কঃ করোনাভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য দেশে আরও একবার লকডাউন এক মাসের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। লকডাউন ৫.০ কে (Lockdown 5.0) কেন্দ্র সরকার আনলক ১ (Unlock 1) এর নাম দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে জারি লকডাউনের নির্দেশিকা অনুযায়ী, এবারের লকডাউনকে তিনটি আলাদা আলাদা দফায় খোলা হবে।
আনলক ১-এ সবথেকে বড় স্বস্তি এটাই দেওয়া হয়েছে যে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে এখন আর কার্ফু পাসের দরকার নেই। যদিও রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত গোটা দেশে কার্ফু জারি থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে জারি কর গাইডলাইন অনুযায়ী, মানুষ আর যেকোন সামগ্রীকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে গেলে আর কোন সমস্যার মুখে পড়তে হবে না। এর সাথে সাথে এটাও পরিস্কার করে দেওয়া হয়েছে যে, কোন রাজ্যে যেতে গেলে এখন আর কোন অনুমতি নেওয়ার দরকার নেই। যদিও এই লকডাউনে এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে হবে। এর সাথে সাথে রাজ্যকে এই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে যে, যদি রাজ্য মনে করে যে, নিষেধাজ্ঞা জারি করা উচিৎ তাহলে রাজ্য তখনই সেটি লাগু করতে পারে। কিন্তু তাঁর আগে এটা নিয়ে তথ্য দিতে হবে।
উল্লেখ্য, লকডাউনের চতুর্থ দফায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ছাড় ছিল ঠিকই, কিন্তু এর জন্য ডিএম এর অনুমতি নিতে হত। এর সাথে সাথে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য কার্ফু পাসও বানাতে হত। আনলক ১ এ সরকারের তরফ থেকে এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে জারি গাইডলাইন অনুযায়ী, এবার রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত দেশজুড়ে কার্ফু জারি থাকবে। আর এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হলে নির্ধারিত সময়ের মধ্যেই যেতে হবে। রাতে সফর করার অনুমতি থাকবে না। উল্লেখ্য, এতদিন পর্যন্ত রাত ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কার্ফু জারি ছিল।