দূর হল না পথের কাঁটা! ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন “অপয়া” রিচার্ড কেটেলবরোই

   

বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে T20 (ICC Men’s T20 World Cup) বিশ্বকাপের কাউন্টডাউন। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বার্বাডোজে সম্পন্ন হবে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা (South Africa) এবং ভারত (India) যদিও, ফাইনাল ম্যাচের আগে একজন ব্যক্তিকে ঘিরে চিন্তায় পড়েছেন ভারতীয় অনুরাগীরা।

কারণ, তিনি ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার জন্য বিভিন্ন ICC টুর্নামেন্টে কার্যত “অপয়া” হিসেবে প্রমাণিত হয়েছেন। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচেও তিনি প্রত্যক্ষভাবে যুক্ত থাকবেন। মূলত, আম্পায়ার রিচার্ড কেটেলবরোর কারণেই বাড়ছে এই চিন্তা। কারণ, এখনও পর্যন্ত কেটেলবরো আম্পায়ার ছিলেন এমন ৭ টি গুরুত্বপূর্ণ ম্যাচে সফল হতে পারেনি ভারত। আর এই কারণেই চলতি বছরের T20 বিশ্বকাপের ফাইনালের আগে ভারত টেনশনে রয়েছে।

Unlucky Richard Kettleborough will be the umpire in the ICC Men's T20 World Cup final.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই জানা গিয়েছে রবিবারের ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড কেটেলবরো। যদিও, এবারে ICC-র তরফে টেলিভিশন আম্পায়ার হিসেবে কেটেলবরোর নাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে তিনি আজকের ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিং করবেন না। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে ভারতের।

আরও পড়ুন: ফাইনালের আগেই “খেলা শেষ” দক্ষিণ আফ্রিকার! চরম বিপাকে পড়লেন খেলোয়াড়রা, এবার কী হবে?

এই ম্যাচগুলিতে হেরেছিল টিম ইন্ডিয়া: এবারে আমরা আপনাদের জানাবো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলির কথা, যেখানে রিচার্ড কেটেলবরো আম্পায়ার ছিলেন এবং পরাজিত হয়েছিল ভারত।
১. ২০১৪ সালের T20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। ওই ম্যাচে আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।
২. এদিকে, ঠিক তার পরের বছরেই অর্থাৎ ২০১৫ সালে ODI বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ওই ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।
৩. ২০১৬ সালের T20 বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল।

আরও পড়ুন: সাউথ আফ্রিকাকে “ঠাণ্ডা” করতে বড় চাল ভারতের! শিবম দুবের পরিবর্তে দলে আসছেন এই দুর্ধর্ষ প্লেয়ার

৪. ২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হয় টিম ইন্ডিয়া। ওই ম্যাচে রিচার্ড কেটেলবরো ছিলেন আম্পায়ার।
৫. এদিকে, ২০১৯ সালের ODI বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ভারত। যেখানে আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।
৬. ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় টিম ইন্ডিয়া। সেখানেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।
৭. গত বছরের ODI বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় ভারত। ওই ম্যাচেও আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলবরো।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর