চুপিচুপি বিয়ে সেরে ফেললেন বিশ্বকাপ জয়ী দলের এই প্লেয়ার, পাত্রী পরম সুন্দরী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাতপাঁকে বাঁধা পড়লেন উন্মুক্ত চন্দ। পেশায় ফিটনেস ট্রেনার “সিমরণ খোসলা”-র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রাক্তন অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক। বিবাহের পর সোশ্যাল মিডিয়াতে বিবাহের সেই মুহূর্ত গুলির ছবি ভাগ করে নিয়েছেন ২৮ বছর বয়সী ক্রিকেটার। সেই সঙ্গে লিখেছেন “আজ থেকে আমরা এক হওয়ার সিদ্ধান্ত নিলাম।” অনেক ভক্তই তাকে বিবাহের শুভেচ্ছা জানিয়েছেন।

“সিমরণ খোসলা”-র সাথে উন্মুক্ত-র সম্পর্ক বেশ কিছুদিনের। পেশায় ফিটনেস ট্রেনার সিমরণ ‘বুট লাইক অ্যান এপ্রিকট’-এর কর্ণধার। গোটা পৃথিবীর ৩৩ টি দেশ জুড়ে তার এই সংস্থার গ্রাহক রয়েছে। মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনের উপযোগিতা বোঝানোই তার কোম্পানির মূল উদ্দেশ্য।

Young Unmukt
Young Unmukt

চলতি বছরেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন চন্দ। মাত্র ২৮ বছর বয়সেই কেরিয়ারে ইতি টানায় চমকিত হয়েছিলেন অনেকেই। কিন্তু উন্মুক্ত জানিয়ে দিয়েছিলেন যে তার মনে হয়েছে এটাই সঠিক সময়। ২০১২ সালে তার অধিনায়কত্বে যখন ভারত অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে অনুর্ধ-১৯ বিশ্বকাপ জেতে, তখন অনেকেই তাকে ধোনি-রায়নাদের উত্তরসূরি হিসাবে কল্পনা করে নিয়েছিলেন। তিনি নিজে ফাইনালে অজিদের বিরুদ্ধে দুরন্ত ১১১ রানের একটি ইনিংস খেলেছিলেন। তারপর টানা তিন বছর “ইন্ডিয়া-এ” দলেরও অধিনায়কত্ব করেছেন। কিন্তু সেই তরুণ ক্রিকেটার নিজেই জানিয়ে দিলেন তিনি ক্রিকেটের বাইরে নিজের সুন্দর ভবিষ্যত তৈরিতে আগ্রহী।

তিনি এও জানিয়েছেন যে তিনি এখন জানেন না তার কি করা উচিত। বলেছেন “দেশকে অনুর্ধ-১৯ বিশ্বকাপ জেতানো আমার জীবনের সেরা মুহূর্ত, যা কখনও ভোলা সম্ভব নয়। কিন্তু তারপর এখনও অবধি জাতীয় দলে দেশের জার্সি গায়ে চাপিয়ে না নামতে পারার ঘটনা আমাকে যন্ত্রনা দেয়।” উন্মুক্ত ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের ৩০ সদস্যর দলে ছিলেন। তিনি ছিলেন ২০১৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারতীয় দলের ৩০ সদস্যর স্কোয়াডেও। কিন্তু কোনওদিনই মূল দলে জায়গা করে নিতে পারেননি।

সম্পর্কিত খবর

X