গভীর রাতে সাঙ্কেতিক আদান-প্রদান! ভারত-বাংলাদেশে সীমান্তে একী কাণ্ড, হ্যাম রেডিওতে ধরা পড়তেই….

বাংলাদেশ : দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির গতিবিধি রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলির কপালে। বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী এলাকার হ্যাম রেডিও ব্যবহারকারীরা দাবি করেছেন, রাত বাড়লেই বাংলা ও উর্দুতে চলছে সাঙ্কেতিক আদান-প্রদান। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় এই ধরনের সঙ্কেত লেনদেনকে হালকা ভাবে নিচ্ছেন না গোয়েন্দারা।

বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী এলাকায় বাড়ছে চাপ

এমনিতেই বাংলাদেশে (Bangladesh) ক্রমাগত বাড়ছে ভারতবিদ্বেষ, পাশাপাশি বাংলাদেশে নিজেদের শক্তি কায়েম করতে তৎপর হয়ে উঠেছে পাকিস্তানের আইএসআই ও মৌলবাদি সংগঠনগুলি। দ্য হিন্দু একটি প্রতিবেদনে দাবি করেছে, উত্তর চব্বিশ পরগণার বনগাঁ, বসিরহাট এবং দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের সীমান্ত লাগোয়া এলাকার হ্যাম রেডিও ব্যবহারকারীরা গত ডিসেম্বর মাসে প্রথম এই ধরনের সাঙ্কেতিক আদান-প্রদান লক্ষ্য করেন।

আরোও পড়ুন : একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত ১০ মাস! Jio-Airtel-এর ঘুম উড়িয়ে বাজার কাঁপাচ্ছে BSNL-এর এই প্ল্যান

বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে হ্যাম রেডিও ব্যবহারকারীরা যোগাযোগ করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রককের সাথে। তারপরই এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় কলকাতার ইন্টারন্যাশনাল রেডিও স্টেশন (ট্র্যাকিং)-কে (Kolkata International Radio Station)। যদি আবার এই ধরনের সাঙ্কেতিক আদান-প্রদানের প্রমাণ মেলে তাহলে অবিলম্বে সেটি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে হ্যাম রেডিও অপারেটরগুলিকে।

আরোও পড়ুন : দুর্নীতিতে লজ্জার পরিসংখ্যান! সমগ্র বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের, কোথায় দাঁড়িয়ে ভারত?

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকায় এই ধরনের সঙ্কেত কথাবার্তা ধরা পড়েছে রাত ১টা থেকে ৩টের মধ্যে। বাংলা, উর্দু ও আরবি ভাষায় কথা বলার প্রমাণ পাওয়া গেছে। অম্বরিশ নাগ বিশ্বাস আরো জানান, এই ধরনের সাঙ্কেতিক কথার অর্থ বুঝতে পারিনি আমরা।

Unnatural code transfer in Bangladesh border

বার্তাকারীদের নিজেদের পরিচয় জানানোর কথা বললেই চুপ হয়ে যাচ্ছে তারা। সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রথম দিকে হ্যাম রেডিও অপারেটররা গুরুত্ব দিতে না চাইলেও, এই ধরনের সাঙ্কেতিক লেনদেন ধরা পড়ে নিয়মিতভাবে। এমনকি জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা চলাকালীনও এই ধরনের সাঙ্কেতিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর