মশার জ্বালায় অস্থির? বাড়িতে আজই লাগান এই গাছ, পালাবে সব পোকামাকড়

বাংলাহান্ট ডেস্কঃ মশার (Mosquitoes) জ্বলায় অস্থির? ঘরে বাইরে যেখানেই যাচ্ছেন, মশা আপনার পিছু ছাড়ছে না? বুঝতেই পারছেন এটা আপনার নাকি মশার? মশা তাড়াতে চান, কিন্তু এদিকে আবার রাসায়নিকের গন্ধ সহ্য করতে পারছেন না? চিন্তার কোন কারণ নেই, বাড়িতেই লাগিয়ে ফেলুন এমন কিছু গাছ (tree), যা আপনাকে মশার থেকেও রক্ষা করবে, আবার বাড়ির শোভাও বাড়াবে।

1619179515 mosquito

আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা একদিকে মশার কামড়ও সহ্য করতে পারছেন, আবার রাসায়নিকের গন্ধও নিতে পারছেন না। এই বর্ষাকাল যেন মশাদের উৎসবের মরশুমের মত। তাই আর চিন্তার কোন কারণ নেই, এমন কিছু গাছ আছে, যা আপনার বাড়ি থেকে মশা তাড়াতে সাহায্য করবে। জেনে নিন-

78e72b6ccf6b792e223a1ac0999aaeca04400abb93324458afc0face3050d4f5

গাঁদাঃ এই গাছে সারাবছরই কম বেশি ফুল হতে দেখা যায়। এই ফুলে এমন এক গন্ধ রয়েছে, যার কারণে মশা, পিঁপড়ে, মাছি, কচি পাতা খাওয়া কোন পোকাও এই গাছে বসে না।

how to care for lavender indoors 3

ল্যাভেন্ডারঃ ল্যাভেন্ডার গাছ কিন্তু এক্ষেত্রে খুবই উপকারী। বলা হয় এই গাছের গন্ধে কোন কীটপতঙ্গ আশেপাশে আসতে পারে না। এমনকি ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই ঘরের যেখানে রোদ্দুর পড়ে, সেই জায়গায় এই গাছ রেখে দেখুন ফল পাবেন হাতেনাতে।

Mint in pot 2005081201

পুদিনাঃ বৈজ্ঞানিক ভিত্তিতে পুদিনা পাতার অনেক গুণাবলি থাকলেও, মশা তাড়াতে কিন্তু এই পাতা খুবই উপকারী। ঘরে সূর্যের আলো পড়ে, এমন জায়গায় রাখুন এই গাছ। মশা, মাছি সবই পালাবে।

Rosemary in bloom 696x522 1

রোজমেরিঃ গরম ও আর্দ্র পরিবেশে রোজমেরি গাছ সবথেকে ভালো হয়। আর এই গাছের গন্ধ্যে মাছি, মথ, মশা কোনকিছুই ধারে কাছে ঘেঁষতে পারে না।


Smita Hari

সম্পর্কিত খবর