ইদের দিনেও শরীর দেখানো পোশাক! ইসলামের নামে কলঙ্ক, রোষের শিকার উরফি জাভেদ

বাংলাহান্ট ডেস্ক: নেটনাগরিকদের সঙ্গে একটা ভালবাসা ঘৃণা মেশানো সম্পর্ক রয়েছে উরফি জাভেদের (Uorfi Javed)। অনেকে তাঁকে দু চক্ষে সহ‍্য করতে পারে না। আবার অনেকের তাঁর পোশাক আশাক, ফ‍্যাশন বেশ পছন্দের। এমনকি এখন সেলিব্রিটিদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন উরফি। কিন্তু তবুও মাঝে মাঝে তিনি এমন কাণ্ড করে বসেন যে জন‍্য সমালোচনার ভাগীদার হতে হয় তাঁকে।

সম্প্রতি ইদ উল আধার দিনেও সেজেগুজে বাড়ির বাইরে পা রেখেছিলেন উরফি। ওয়েস্টার্ন নয়, এদিন তাঁকে দেখা গিয়েছে ফুলছাপ শাড়িতে। সঙ্গে একটি নীল রঙের ছোট্ট ব্রালেট। শাড়ির আঁচল সরিয়ে ব্রালেটের বেশিরভাগটাই উন্মুক্ত করে রেখেছিলেন উরফি।

urfi javed as
ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উপচে পড়েছে উরফির বিরুদ্ধে। তাঁকে ‘ইসলামের নামে কলঙ্ক’ বলেও কটাক্ষ করেছেন অনেকে। অন্তত পবিত্র ইদের দিনে একটু ভদ্রসভ‍্য পোশাক পরতে পারতেন উরফি, বক্তব‍্য ক্ষুব্ধ নেটিজেনদের। কিন্তু সমালোচনার পালটা জবাব দিতে শোনা যায়নি উরফিকে।

ট্রোল, নিন্দা, আক্রমণ উরফির কাছে নতুন নয়। বহু বছর ধরেই নিজের পোশাক আশাকের জন‍্য কটুক্তির শিকার হয়ে চলেছেন তিনি। তাঁর জনপ্রিয়তা বাড়ে বিগ বস OTT তে পা রাখার পর। উরফিই সবার প্রথমে বিতাড়িত হয়েছিলেন, কিন্তু যা জনপ্রিয়তা পাওয়ার সেটা পেয়েই গিয়েছিলেন তিনি।

উরফি এর আগে জানিয়েছিলেন, তিনি নিজের পোশাক নিজেই ডিজাইন করেন। ফ‍্যাশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে তাঁর ভাল লাগে। অভিনয়ে তেমন দেখা যায় না উরফিকে। তবে স্বল্প পোশাক দিয়েই যে লাইমলাইটে থাকা যাবে সেটা খুব ভাল ভাবেই বুঝে গিয়েছেন তিনি।

urfi javed chain top
বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়েও নিজস্ব মতামত রাখতে দেখা যায় উরফিকে। সম্প্রতি উদয়পুর হত‍্যাকাণ্ড নিয়ে বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘আমরা কোনদিকে যাচ্ছি? আল্লাহ তো বলেননি তাঁর নামে ঘৃণা ছড়াতে আর মানুষ মারতে?’ এখানেই থামেননি উরফি।

https://www.instagram.com/reel/Cf3TYRQlvBo/?igshid=YmMyMTA2M2Y=

তীব্র কটাক্ষ করে তিনি লিখেছিলেন, ‘মানুষ ধর্ম এব‌ং ঈশ্বরের (তাদের কাল্পনিক বন্ধু) নামে নিরীহ মানুষদের হত‍্যা করছে। ঘৃণা ছড়াচ্ছে। এগুলো কী হচ্ছে? আমরা শিক্ষা, নারী ক্ষমতায়ন, ধর্ষণের মামলা, জিডিপি নিয়ে কেন কথা বলছি না? ধর্মের সৃষ্টি হয়েছিল মানুষের নৈতিক চেতনা জাগানোর জন‍্য। আজকের সময়ে ধর্ম মানুষের নীতি কেড়ে নিচ্ছে। ধর্মের নামে চরমপন্থা শুধু ধ্বংসই করবে!’


Niranjana Nag

সম্পর্কিত খবর