ভারতে এলিয়েন হামলা! আতঙ্কে বাড়ি ছেড়ে বেরোলো না কেউ, জেনে নিন আসলে কি ঘটেছিল

ভিনগ্রহী বা এলিয়েন (Alien)  নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। অনেকে বিশ্বাস করেন মানব সভ্যতার বিকাশ তাদের হাত ধরেই ঘটেছিল। মিশরের পিরামিড থেকে ইলোরার কৈলাস মন্দির এলিয়েনদের সাহায্য ছাড়া মানুষের পক্ষে বানানো সম্ভব হতো না। আবার অনেকেই এলিয়েন তত্ত্বকে মানতেই চায় না।

images 3 54
ছবি প্রতীকী

পাশাপাশি, একবিংশ শতাব্দীতেও অনেকে এলিয়েন দেখার দাবি করেন। কিন্তু সে সব ঘটনা বেশির ভাগই ভারতের বাইরে। এবার ভারতেই এলিয়েন নিয়ে ঘটে গেল ধুন্ধুমার কান্ড। এলিয়েনের ভয়ে বাড়ি থেকেই বেরোলো না কেউ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। দনকৌর এলাকায় শনিবার এলিয়েনদের আক্রমণের ভয়ে বাড়ি থেকেই বেরোলেন না এলাকাবাসী। মানুষের আকারের একটি রোবটকে আকাশে ভেসে থাকতে দেখে তারা ভেবে বসেন হয়তো এলিয়েনরা পৃথিবীর বুকে আক্রমণ করতে এসেছে।

IMG 20201018 153853

আদতে এটি ছিল একটি গ্যাসবেলুন। মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র ‘আয়রন ম্যান’-এর আদলে তৈরি এই বেলুন উড়ছিল আকাশে। যাকে দেখে আতঙ্ক ছড়ায় এলাকার মানুষদের মধ্যে। শেষ মেষ পুলিশ এসে এই আতঙ্ক কাটায়। তবে কে বা কারা এই গ্যাসবেলুনটি উড়িয়েছিল তা এখনো জানা যায় নি।

 


সম্পর্কিত খবর