হিন্দু নামে ভুয়ো পরচিয়পত্র তৈরি, বাংলা থেকে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করল যোগীর পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার উত্তর ২৪ পরগনা (north 24 pargana) থেকে ২ রোহিঙ্গাকে গ্রেফতার করল উত্তর প্রদেশ ATS। গ্রেফতার করা হয় জামিল ও নুর আমিন নামে ২ রোহিঙ্গাকে। সূত্র মারফত খবর পেয়ে উত্তর ২৪ পরগনার ২ জায়গায় হানা দিয়ে গ্রেফতার করা হয় এই দুই জঙ্গিকে।

সূত্রের খবর, ধৃত এই ২ ব্যক্তিই বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারতে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিত। প্রথমে তাঁদের হিন্দু নামে জাল ভারতীয় পরিচপত্র বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হত। তারপর তাঁদেরই আসল পরিচয় বলে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করত ওই দুই ব্যক্তি।

bhbvbvb 1

এদিন গোপন সূত্রে খবর পেয়ে, উত্তর ২৪ পরগনার ২ জায়গায় অভিযান চালিয়ে এই দুই জঙ্গিকে গ্রেফতার করে উত্তর প্রদেশ ATS। জানা গিয়েছে, ট্রানজিট রিম্যান্ডে লখনউ-এ নিয়ে যাওয়া হয়েছে ধৃতদের। তাঁদের কাছ থেকে জাল আধার ও ভোটার কার্ড ও মায়ানমারের নথি পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, উত্তর প্রদেশ ATS-র কাছে মঙ্গলবার একটি খবর আসে। তাঁরা জানতে পারে, এক পাচারকারী ৩ বাংলাদেশিকে নিয়ে গোপনে কলকাতা থেকে দিল্লী যাচ্ছে। তদন্তকারী আধিকারিকরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে তাঁদেরকে আটক করেন। সেখানেই তাঁদেরকে জেরা করায় লুকিয়ে থাকা উত্তর ২৪ পরগনায় ২ জঙ্গির খোঁজ পাওয়া যায়।

Smita Hari

সম্পর্কিত খবর