যোগী রাজ্যে এবছর কাবাড় যাত্রীরা বাজাতে পারবেন ডিজে, মাইক, থাকবে সুবন্দোবস্ত।

Published On:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আরো একবার শিবভক্তদের জন্য মন খুলে কাবাড় যাত্রার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রাবণ মাস ঢুকলেই দেশ জুড়ে কাবাড় যাত্রা শুরু হবে। ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য দেশজুড়ে ভক্তরা যাত্রা শুরু করবে। দেশের বিভিন্ন জায়গায় শিবভক্তরা ডিজে, মাইক নিয়ে বেরিয়ে পড়ে। উত্তরপ্রদেশের যোগী সরকার কাবাড় যাত্রাকে কুম্ভের মতো করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। জানিয়ে দি, কুম্ভ মেলার বিশাল আয়োজন বিশ্বে দারুন নাম কমিয়ে ছিল। কুম্ভের আয়োজনকে কেন্দ্র করে এলাহাবাদে যে বিকাশের কাজ হয়েছিল তা এলাহাবাদের রূপ বদলে দিয়েছে।

এখন যোগী সরকার কাবাড় যাত্রাকে বিশ্ব দরবারে তোলার জন্য প্রস্তুতি শুরু করেছেন। খবর অনুযায়ী, যোগী আদিত্যনাথ অধিকারিকদের নির্দেশ দিয়েছেন কাবাড় যাত্রার পথে পড়া রাস্তাগুলোকে পরিষ্কার পরিছন্ন করার জন্য। একই সাথে রাস্তাগুলোকে প্রশস্তিকরণের নির্দেশও দেওয়া হয়েছে। জানিয়ে দি, UP তে অখিলেশ সরকার থাকা কালীন শিবভক্তদের সেই সব এলাকা দিয়ে যেত দেওয়া হতো না যেখানে মুসলিম সংখ্যা বেশি আছে। অখিলেশ সরকার দাবি করতো ওই এলাকা দিয়ে শিব ভক্তরা গেলে মুসলিমদের আস্থাতে হানি হবে। শুধু তাই নয়, কাবাড় যাত্রীদের উপর লাঠিচার্জও করা হতো।

অবশ্য যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর হিন্দুরা তাদের সন্মান ফিরে পেয়েছে। আগের বছর যোগী আদিত্যনাথের নেতৃত্বে হেলিকপ্টার থেকে শিবভক্তদের উপর ফুল ছড়ানো হয়েছিল। যোগী আদিত্যনাথ বলেছেন ডিজে বাজবে কিন্তু সেখানে বলিউডের গান বাজানো চলবে না। ডিজে মাইকে শুধু ভজন এবং ভোলনাথের শ্রদ্ধাশীল গান চলবে। ডিজে বাজানো নিয়ে অখিলেশ সরকার যে নিষেধাজ্ঞা লাগিয়ে ছিল তা পুরোপুরি মুছে দিয়েছেন যোগী আদিত্যনাথ। যাত্রায় সমস্থ রকমের বির্তককে এড়াতে প্রতিটি জোন ও জেলা বিভাগে বৈঠক ডাকা হয়েছে। যাত্রাতে যাতে প্লাস্টিক ও থার্মোকলের ব্যাবহার কমানো যায় তার দিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় থাকা সমস্থ মন্দিরকে সুন্দরভাবে সাজাতে হবে। যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সবরকম বন্দোবস্ত থাকবে।

X