হাতে ১০ দিন সময়! ইস্তফা না দিলে বাবা সিদ্দিকীর মতো পরিণতি! চরম হুমকি যোগী আদিত্যনাথকে

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের ‘হেভিওয়েট’দের মধ্যে একজন। রাজনীতির দুনিয়ার মানুষ হলেও বিনোদন জগতের তারকাদের কাছেও অতি পরিচিত ছিলেন তিনি। বাবা সিদ্দিকীর ঈদ পার্টিতে বসতো চাঁদের হাট। সম্প্রতি তাঁকেই গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এবার সেই একইভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) হত্যা করার হুমকি দেওয়া হল।

  • যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি!

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। অচেনা একটি নম্বর থেকে এই ফোন আসে বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হুমকিবার্তায় বলা হয়েছে, ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পদত্যাগ না করলে, মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকীর (Baba Siddique) মতো তাঁকে হত্যা করা হবে।

এই হুমকিবার্তা কে বা কারা পাঠিয়েছেন, ইতিমধ্যেই তা খতিয়ে দেখতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। এর সঙ্গে কোনও গ্যাংয়ের যোগসূত্র রয়েছে কিনা, কোন এলাকা থেকে এই হুমকিবার্তা এসেছে সবটাই খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই যোগী (Yogi Adityanath) রাজ্যের পুলিশ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বেষ্টনী আরও আঁটসাঁট করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ একটানা ১ মাস ছুটি! স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর! শিক্ষা দফতরের নয়া সিদ্ধান্তে ধন্য ধন্য করছে সকলে

উল্লেখ্য, গত ১২ অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় মায়ানগরীর দুঁদে রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর। পুত্র জিশানের অফিসের সামনেই তাঁর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। শুরু হয় গুলিচালনা। পরবর্তীতে এই হামলার ঘটনায় নাম জড়ায় বিশ্নোই গ্যাংয়ের। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে মুম্বই পুলিশ। এর মাঝেই এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে (Yogi Adityanath) খুনের হুমকি দেওয়া ফোন এল তাদের কাছে।

Yogi Adityanath

এদিকে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে গোয়েন্দাদের দাবি, এই হামলার পিছনে লরেন্স বিশ্নোইয়ের ভাই আনমোল রয়েছে। কানাডায় বসে মহারাষ্ট্রের এনসিপি নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে খবর। এখনও অবধি এই হত্যাকাণ্ডে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে লরেন্স সহোদর আনমোলকে কানাডা থেকে প্রত্যর্পণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর