উত্তর প্রদেশে ফিরছে যোগীই, সমীক্ষায় ধারে কাছে নেই মায়াবতী, প্রিয়াঙ্কা! টক্কর দেবেন অখিলেশ

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশে (Uttar Pradesh) আগামী বছর হতে চলা বিধানসভা নির্বাচনে বিজেপি (Bharatiya Janata Party) আবারও সরকার গঠন করতে চলেছে। এমনই বলছে সমীক্ষা। ABP C-Voter এর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ফের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার গঠন হতে চলেছেন। যদিও, ২০১৭-র বিধানসভা নির্বাচনের তুলনায় এবার বিজেপির কিছুটা ক্ষতি হচ্ছে। সমীক্ষায় বিজেপি ২১৩ থেকে ২২১টি আসন পাবে বলে দেখানো হচ্ছে। বিজেপিকে উত্তর প্রদেশে শুধু অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিই টক্কর দিতে পারবে বলে দেখানো হচ্ছে সমীক্ষায়। এবিপির সমীক্ষায় অখিলেশ যাদবের দল ১৫২ থেকে ১৬০টি আসন পেতে পারে।

সমীক্ষায় বলা হচ্ছে যে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ক্ষমতার দৌড় থেকে বাইরে চলে যাবেন। সমীক্ষায় ৬৯ শতাংশ মানুষের মতে মায়াবতী আগামী বিধানসভা নির্বাচনের দৌড়েই নেই। তবে ৩১ শতাংশ মানুষ এখনও ওনার উপর ভরসা রেখেছে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীর সক্রিয়তার কিছুটা হলে সুবিধা পাবে কংগ্রেস। সমীক্ষায় কংগ্রেস ৬ থেকে ১০টি আসন পেতে পারে।

দলআসন (৪০৩)
বিজেপি২১৩-২২১
সমাজবাদী পার্টি +১৫২-১৬০
বহুজন সমাজ পার্টি১৬-২০
কংগ্রেস৬-১০
অন্যান্য২-৬

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি সবথেকে বেশি ভোট পাবে বলে দেখানো হচ্ছে সমীক্ষায়। বিজেপি সবথেকে বেশি ৪১% ভোট পেতে পারে। সমাজবাদী পার্টি ভোট পাওয়ার মামলায় দ্বিতীয় স্থানে থাকবে। তাঁরা ৩১ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে বহুজন সমাজ পার্টি, আর কংগ্রেস ১৫ এবং ৯ শতাংশ ভোট পাবে বলে অনুমান করা হয়েছে সমীক্ষায়।

yogi adityanath 17

মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ রাজ্যের মানুষের প্রথম পছন্দ। সমীক্ষায় যোগী আদিত্যনাথকে সবথেকে বেশি ৪১ শতাংশ মানুষ নিজের প্রথম পছন্দ বলে জানিয়েছেন। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ৩১ শতাংশ মানুষ নিজেদের পছন্দ বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে মায়াবতীকে ১৬ শতাংশ মানুষ পছন্দ করছেন।

কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীকে মাত্র ৪ শতাংশ মানুষই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছেন। এছাড়াও রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধুরীকে মাত্র ২ শতাংশ মানুষই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর