মাদ্রাসার পড়ুয়ারা কোন বিষয়ে পড়াশোনা করছে তা খতিয়ে দেখবে যোগী সরকার, চলবে সমীক্ষা

বাংলাহান্ট ডেস্ক : উত্তর প্রদেশে (UP) আবারও মাদ্রাসার (Madrasa) উপর সরকারি নিষেধাজ্ঞা। এবার মাদ্রাসায় কী কী বিষয় পড়ানো হচ্ছে তার উপর হবে সমীক্ষা। দেখা হবে প্রত্যেকটি মাদ্রাসা বিনামূল্যে কী কী বিষয়ের পাঠ্যপুস্তক ছাত্রদের বিতরণ করেছে। সে রাজ্যের পাঠ্যপুস্তক বিষয়ক দফতরের আধিকারিক ডাঃ পবন কুমার সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

এর আগেই সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ধর্মপাল সিং মাদ্রাসাগুলিকে নির্দেশ দেন তাদের বিতরণ করা পুস্তকে বদল আনতে হবে। আরও বলা হয়, সমস্ত ছাত্রের অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই টাকা দিয়ে তাঁরা বাজার থেকে এনসিইআরটির পাঠ্যপুস্তক কিনতে পারবেন। কিন্তু এই পরিকল্পনা আর সফল হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক এবং ওয়াকফ বিভাগের বিশেষ সচিব আনন্দ কুমার সিংহ সংখ্যালঘু উন্নয়নের নির্দেশককে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে বলা হয়, সর্বশিক্ষা অভিযান প্রকল্পের আওতায় ৫৫৮টি মাদ্রাসার ক্লাস ৮ পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে। কিন্তু ছাত্রছাত্রীদের অভিভাবকদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা পাঠালে সেই টাকার অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানান তিনি। তার উপর একটি প্রকল্পের জন্য দু’বার করে খরচ করতে হবে। তাই ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠানোর বিষয়টি আরও একবার বিবেচনা করে দেখার অনুরোধ জানান আনন্দ কুমার।

বিশেষ সচিব আরও জানতে চেয়েছেন, কোন কোন বিষয়ে পাঠ্যপুস্তক বিলি করা হয়, এবং সেগুলি কী কী ভাষায়। এছাড়া উর্দু ভাষায় কতগুলি পাঠ্যপুস্তক বিতরণ করা হয় তাও সমীক্ষা করে দেখা হবে বলে জানা যাচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহতেই এই বিষয়ক নির্দেশ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে সরকারি তরফে জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর