এবার থেকে UP তে মসজিদের লাউডস্পিকার ব্যাবহার হবে সরকারি প্ৰকল্প ঘোষণার কাজে

যোগী (Yogi) সরকার একের পর এক নতুন পদক্ষেপ নেওয়ার জন্যই মানুষের কাছে পরিচিত।কিছু দিন আগেই তাদের নতুন আদেশ অনুসারে পশ্চিম উত্তর প্রদেশের যে যে অঞ্চলের মদজিদগুলি লাউড স্পিকার ব্যবহার করে তাদের সরকারি বিজ্ঞাপন ও শোনাতে হবে। তাদের নির্দেশ অনুসারে সেই সব লাউড স্পিকারগুলিকে মানুষ তথা কৃষক, সরকারী কর্মীদের সাহায্যে সরকারি বিজ্ঞাপন চালানো উচিৎ।

সম্প্রতি উত্তরপ্রদেশে কৃষক যোজনা চালু করা হয়েছে ,। সেই যোজনা অনুসারে কৃষকরা সাধারণ হারে ছোটো ভাগের মাধ্যমে বিভিন্ন বিল মেটানোর সুযোগ পাবেন। সেটির প্রচারের জন্যি নেওয়া হয়েছে এই পদক্ষেপ বলে জানা যায়। পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বতরন বিভাগ এর অফিসারদের অনুসারে এই যোজনার প্রয়োগ সর্বপ্রথম পশ্চিম উত্তর প্রদেশের ১৪ টি জালায় করা হয়েছে। সেই সব জেলাগুলির মধ্যে আছে গাজিয়াবাদ, বুলন্দশহর, নোয়ডা, সহারনপুর, মজফরনগর, শামলী, মুরাদাবাদ, সম্ভাল, আমরোহা, রাম্পুর এবং বিজনৌর।

পিভিভিএনএল এর কর্মকর্তা অরবিন্দ মল্লাপা বঙ্গারী বলেছেন ,’ এটা ভালো কথা যে লাউড স্পিকারের জন্য আগে অনেক সমস্যা তৈরি হত। তবে বর্তমানে এই পদক্ষেপের দরুন লাউড স্পিকারের মাধ্যমে ঘোষণা করে কৃষকদের কাছে সাহায্য পৌছানো যবে, যার ফলে কৃষক যোজনা বেশি জনের কাছে পৌছে যাবে”। মসজিদে থাকা এই লাউড স্পিকার গুলি আগে মানুষের সমস্যার কারন হয়ে দাঁড়িয়েছিল, তবে তাই আজ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে ধারনা উত্তরপ্রদেশ সরকারের।

তবে এলাহবাদ হাইকোর্টের রায় অনুসারে মসজিদে লাউড স্পিকার ব্যবহার সম্পূর্নভাবে নিষিদ্ধ তা পূর্বেই ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট থেকে বলা হয়েছে যে হাইওকোর্টের দায়িত্ব মানুষের সাহায্য করার মাধ্যমে ধর্ম বৈষম্য না রেখে বিচার করা। লাউড স্পিকার মানুষের অসুবিধের কারন হয়ে দাড়িয়েছে। তাই লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ন ভাবে নিষিদ্ধ বলে হাই কোর্ট বিচার দিয়েছে।

সম্পর্কিত খবর