উত্তর প্রদেশে ভাঙন গেরুয়া শিবিরে, যোগীকে ছেড়ে অখিলেশের দলে মন্ত্রী! লাইনে রয়েছে আরও

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে বিজেপি সরকারের শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। পাশাপাশি তিনি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন এবং তিনি তাঁর দলে যোগও দিয়েছেন। এছাড়াও বিজেপির বিধায়ক রোশন লাল, ভগবতী সাগর এবং ব্রিজেশ প্রজাপতিও পদত্যাগ করেছেন। এখন আরও কয়েকজন নেতা, বিধায়ক বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

বলে রকাহি, টিকিট বণ্টন নিয়ে বিজেপির সঙ্গে তার বিরোধ চলছিল। অন্যদিকে, স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগপত্র নিয়ে রাজভবনে পৌঁছানো বিজেপি বিধায়ক রোশন লালকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। রোশনলাল উত্তর প্রদেশের শাহজাহানপুর থেকে বিজেপির বিধায়ক।

   

সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় স্বামী প্রসাদ মৌর্য বলেন, কারও সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি সামাজিক ন্যায়বিচারের জন্য নিরন্তর লড়াই করেছি সেটাই করতে থাকব। আমি যেখানেই সামাজিক ন্যায়বিচার বাস্তবায়িত হতে দেখব, সেখানেই যাব।

রাজভবনে পদত্যাগপত্র পাঠানোর পর স্বামী প্রসাদ মৌর্য তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, ‘দলিত, অনগ্রসর, কৃষক, বেকার যুবক এবং ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের চরম অবহেলার কারণে আমি উত্তরপ্রদেশের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি।

মৌর্য তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাননীয় রাজ্যপাল, রাজভবন, লখনউ, উত্তরপ্রদেশ। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান ও সমন্বয় মন্ত্রী হিসেবে প্রতিকূল পরিস্থিতিতেও অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি রাজ্যের দলিত, অনগ্রসর, কৃষক, বেকার যুবক এবং ক্ষুদ্র-ক্ষুদ্র ও মাঝারি শ্রেণী ব্যবসায়ীদের চরম অবহেলার কারণে উত্তরপ্রদেশের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর