আমিই উত্তর প্রদেশের কুখ্যাত অপরাধী, মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে চিল্লিয়ে চিল্লিয়ে বলল বিকাশ দুবে! তারপর…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে (Vikas Dubey) মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে যে, সে মন্দিরের বাইরে আত্মসমর্পণ করেছে। মহাকাল মন্দিরের নিরাপত্তা রক্ষীরা তাঁকে সন্দেহভাজন ভেবে গ্রেফতার করেছে। যদিও পুলিশ এই ঘটনার কথা এখনো অফিসিয়ালি ভাবে ঘোষণা করেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহাকাল মণ্ডির পৌঁছে এক ব্যাক্তি চিল্লিয়ে চিল্লিয়ে নিজেকে বিকাশ দুবে বলে জানায়। নিজেকে বিকাশ দুবে দাবি করা ওই ব্যাক্তি বলে, আমিই উত্তর প্রদেশের কুখ্যাত অপরাধী। এরপর মন্দিরে মোতায়েন নিরাপত্তা রক্ষীরা তাঁকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। মহাকাল থানা পুলিশ ওই ব্যাক্তিকে গাড়িতে বসিয়ে থানায় না নিয়ে গিয়ে কন্ট্রোল রুমে নিয়ে যায়।

ঠিক একদিন আগে বুধবারে কানপুর এনকাউন্টারের পর থেকে পলাতক বিকাশ দুবের মামলায় পুলিশের এটি বড়সড় সফলতা পেয়েছিল স্পশ্যাল টাস্ক ফোর্স। গতকাল বিকাস দুবের সঙ্গী অমর দুবেকে হামীরপুরের মৌহদা কোতওয়ালি এলাকায় পুলিশ এনকাউন্টারে খতম করে। জেলার পুলিশ তৎকাল অ্যাকশন নিয়ে অমরকে খতম করেছিল। এই এনকাউন্টারে থানা ইনচার্জ মনোজ কুমার আহত হয়েছিলেন।

 

সম্পর্কিত খবর

X