বাংলা হান্ট ডেস্কঃ এই সপ্তাহেই অযোধ্যা মামলা নিয়ে রায় আসতে চলেছে। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী ১৭ই নভেম্বর অবসর নেবেন। আর তাঁর আগেই এই মামলায় রায় দিয়ে যাবেন উনি। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে উত্তর প্রদেশ সরকার এবং পুলিশ সবরকম ভাবে প্রস্তুতি নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উপদ্রবিদের উপর কড়া নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর জন্য ডিজিপি অফিসে স্পেশ্যাল টিম গঠন হয়েছে। আইজি সাইবার অশোক কুমারের নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে।
রাজ্য স্তরীয় এই টিমে ১২ থেকে ১৪ জন সাব ইনস্পেকটরকে রাখা হয়েছে। এরা সোশ্যাল মিডিয়ায় সেইসব মানুষদের চিহ্নিত করবে, যারা সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি বানিয়ে উত্তেজনা ছড়ায়, অথবা ছড়ানোর চেষ্টা করে। পুলিশ আইপি অ্যাড্রেস এর মাধ্যমে এইসব ফেক অ্যাকাউন্ট ধারকদের কাছে পৌঁছাবে। বিগত ১৫ থেকে ২০ দিনে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে এখনো পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা কম করর জন্য প্রথমে ডিজিটাল ভলেন্টিয়ার্সরা হুঁশিয়ারি দেবেন, এরপরও গড়বর করলে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
আরেকদিকে, রাম মন্দির মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তর আগে। অযোধ্যায় একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছে। খবরে বলা হয়েছে, পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের একটি দল উত্তরপ্রদেশে প্রবেশ করেছে, যা রাম মন্দির মামলার মধ্যে আতঙ্ক ছড়াতে চায়। জানিয়ে দিই, রাম মন্দির মামলায় নিয়মিত শুনানি আগস্ট মাসে শুরু হয়েছিল যার নিয়মিত শুনানি অক্টোবরে শেষ হয়েছে। খুব শীঘ্রই আদালত অযোধ্যা মামলার রায় জানাবে। সিজিআই রঞ্জন গোগোই এই মাসে অবসর নেবেন এবং সিদ্ধান্তটি তার আগেই আসবে বলে আশা করা হচ্ছে। শুনানি শেষ হওয়ার পরে ৫ সদস্যের বেঞ্চ সিদ্ধান্তটি সংরক্ষিত করে নিয়েছিল।