বাংলা হান্ট ডেস্ক: বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় প্রায় দুই সপ্তাহ ধরে দিল্লি সীমান্তে ধর্নায় বসেছেন পঞ্জাব, হরিয়ানার কৃষকরা। সমস্যা দূর করতে ইতিমধ্যেই সরকার পক্ষের সঙ্গে কৃষক সগঠনের নেতাদের পাঁচ রাউন্ড বৈঠক হয়েছে। যদিও সেসব ফলপ্রসূ হয়নি। আগামীকাল ফের একবার হবে বৈঠক। যদিও এসবের মাঝেই আজ ভারত বন্ধ (Bharat Bandh) ডেকেছে কৃষকরা। এই বন্ধকে সমর্থন জানিয়েছে সকল বিরোধী দলই।
যদিও আগেই এই বন্ধ নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বন্ধের নামে কোনও রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে সকল রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যোগী সরকার একেবারে কোমর বেঁধেই বন্ধের বিরোধিতা করছে। উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, কেউ বন্ধকে সমর্থন করতেই পারেন। কিন্তু তা সফল করার নামে জোর করে দোকান বন্ধ করা বা হাঙ্গামা করা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
लखनऊ- 8 दिसंबर को जबरन दुकान बंद करवाने वालों के खिलाफ यूपी पुलिस सख्त एक्शन लेगी.#FarmersProtest
— Deepak Chaurasia (@DChaurasia2312) December 7, 2020
এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ [Yogi Adityanath] গতকাল জানান, ‘দেশের কিছু রাজনৈতিক দল দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে। বিশেষ করে কৃষি আইন নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থান তাদের দুমুখো চরিত্রকে জনগণের সামনে আরও স্পষ্ট করছে।’