অবৈধ বাংলাদেশীদের খুঁজে বের করতে, উত্তরপ্রদেশ পুলিশ চালাচ্ছে বড়সড় অভিযান

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশে অবৈধ ভাবে থাকা বাংলাদেশীদের তল্লাশি শুরু হয়ে গেছে। ইউপি পুলিস আলাদা আলাদা যায়গায় অবৈধ ভাবে থাকা বাংলাদেশীদের চিহ্নিত করার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে। শুক্রবার লখনউতে পুলিশ এই অভিযান চালায়। শুক্রবার লখনউ অবৈধ ভাবে থাকা বিদেশী নাগরিকদের অস্থায়ী বস্তিতে পুলিশ তল্লাশি অভিযান চালায়। সেখানে তাঁদের পরিচয় পত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেসব বিদেশী নাগরিকরা স্থানীয় প্রমাণ পত্র দেখায়নি, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তুলে নিয়ে যায়।

3 7

প্রসঙ্গত, ডিজিপি পুলিশকে কড়া নির্দেশ দিয়ে, অবৈধ বাংলাদেশীদের তল্লাশি আর তাঁদের সেখান থেকে বের করে দেওয়ার কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলে। আর সেই কারণেই অবৈধ বাংলাদেশীদের তথ্য নেওয়া এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডিজিপি গৃহ রাজ্য বিভাগের ২৭ অক্টোবর ২০১৭ এর নির্দেশিকার কথা উল্লেখ করে এই নির্দেশ জারি করেন। জেলার সমস্ত পুলিশকে লখনউ শহর আর শহরের বাইরের এলাকার রেলওয়ে স্টেশন, বাস স্টেশন আর নতুন বস্তিতে অবৈধ ভাবে থাকা বিদেশী নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

h 14

ডিজিপির প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শহরের বাইরে অবস্তিত রেলওয়ে স্টেশন, বাস স্টপ আর রাস্তার ধারে তৈরি হওয়া নতুন বস্তিতে এই অভিযান চালাতে। ওই বস্তিতে অভিযান চালানোর সময় ভিডিও রেকর্ডিং ও করা হয়। ওই বস্তি গুলোতে বেশিরভাগই বাংলাদেশি আছে বলে জানা যায়। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের সময় যদি কোন ব্যাক্তি তাঁর ঠিকানা অন্য জেলা অথবা অন্য রাজ্যে আছে বলে, তাহলে তাঁর সমস্ত ডেটা খতিয়ে দেখা হবে।

এরপর বিনা পাসপোর্ট আর ভিসা অবৈধ ভাবে ভারতের যেকোন প্রান্তে থাকা অবৈধ বাংলাদেশি অথবা অন্য দেশের নাগরিকদের তল্লাশি চলবে। ডিজিপি ওপি সিং উত্তর প্রদেশ পুলিশকে এরকম সন্দেহভাজন ব্যাক্তির খোঁজ লাগিয়ে তাঁদের একটি তালিকা করার নির্দেশ দিয়েছে। এখন গোটা উত্তর প্রদেশ জুড়ে অবৈধ নাগরিকদের খোঁজ লাগাতে ব্যাস্ত পুলিশ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর