আগস্ট মাসে ১.৪৪ লক্ষ মানুষ পাবেন আবাস যোজনায় ঘর! বড় উদ্যোগ রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আগস্ট মাসে ১ লাখ ৪৪ হাজার ২২০ জন দরিদ্র মানুষ তাদের নিজস্ব বাড়ি পেতে চলেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) চিঠির ভিত্তিতে কেন্দ্র গরিব গ্রামবাসীদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) অনুমোদন দিয়েছে। এর পরে এখন ১৩ই আগস্টের মধ্যে রাজ্য সরকার ইউপিতে গ্রামবাসীদের বাড়ি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে।

এর সাথে, ইউপি এমন রাজ্যে পরিণত হবে যেটি সর্বাধিক সংখ্যক বাড়ি অনুমোদনের ১০০% লক্ষ্য অর্জন করবে। দরিদ্রদের ঘর দেওয়ার পাশাপাশি, উত্তর প্রদেশ ভারতের প্রথম রাজ্য হবে যারা গরিবদের সর্বাধিক অর্থাৎ ২১,৬৮,৫৭৪ বাড়ি দিয়েছে।

বলে দিই যে, ১৮ মে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে অতিরিক্ত আবাসন বরাদ্দের জন্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রককে একটি চিঠি লিখেছিলেন। শুক্রবার অতিরিক্ত মুখ্য সচিব চিঠির মাধ্যমে মন্ত্রণালয় অতিরিক্ত আবাসন বণ্টনের কথা জানিয়েছে। মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন বিভাগকে বলেছে যে ২.৯৫ কোটি বাড়ির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রকল্পটি ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Untitled design 2022 09 08T094334.115

উল্লেখ্য, ‘সকলের জন্য আবাস’-এর আওতায় এই অতিরিক্ত বাড়িগুলি বরাদ্দ করা হয়েছে। এর অধীনে, এই বাড়িগুলি নির্মাণ এবং বরাদ্দ করতে হবে চলতি অর্থ বছরে অর্থাৎ ২০২৩-২৪ সালেই। মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাড়িগুলো এক মাসের মধ্যে যোগ্য ব্যক্তিদের বরাদ্দ করতে বলা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর