জয় শ্রী রাম ধ্বনি দিয়ে মিষ্টি বিতরণ, বিজেপির জয়ে আনন্দ করায় গণপিটুনিতে মৃত্যু মুসলিম যুবকের

বাংলাহান্ট ডেস্ক : বিজেপির জয় উদযাপন করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হল যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগর জেলার রামকোলা এলাকায়। লখনউয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতেই মৃত্য হয় তাঁর। ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের রামকোলা থানা এলাকার কাঠগড়ি গ্রামের বাসিন্দা ছিলেন বছর ৩০ এর বাবর। বিজেপির একনিষ্ঠ সমর্থক ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপিকেই ভোট দেন ওই যুবক। এরপর ফল প্রকাশে দেখা যায় যে ওই যুবকের বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপিরই প্রার্থী পি এন পাঠক। এই জয়ের খুশিতে এলাকায় মিষ্টি বিতরণ করে এবং আতশবাজি পুড়িয়ে বিজেপির জয় উদযাপন করছিলেন তিনি। পাশাপাশি সে জয় শ্রী রাম ধ্বনিও দেয়। সেই সময়েই প্রতিবেশীরা চড়াও হন তাঁর উপর। বেধড়ক মারধরে গুরুতর আহত হন বাবর।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় লখনউয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই এতদিন চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শুক্রবার মারা যান ওই যুবক। শনিবার রাতে দেহ নিয়ে আসা হয় গ্রামে। এরপর যুবকের দেহ বাড়ির দরজার সামনে রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এসডিএমকে ফোন করার দাবিও জানাতে থাকেন তাঁরা।

এই ঘটনার খবর পেয়ে প্রায় ছয় ঘন্টা পরে মৃত যুবকের বাড়িতে পৌঁছান এসডিএম কাসায়া বরুণ কুমার পান্ডে। অভিযুক্তদের গ্রেপ্তার এবং ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে মৃত যুবকের বাড়িতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক পি এন পাঠকও। মৃত যুবকের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। অন্যদিকে, এসও ডি কে সিং জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনাটির প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকেও। অন্যদের গ্রেপ্তারের জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ।

babar 1

উল্লেখ্য, ওই বিজেপি সমর্থকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত বারবের শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং যথোপযুক্ত তদন্ত করার নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। ঘটনার জেরে এ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর