এবার বিনামূল্যে দেখুন এশিয়া কাপ ও বিশ্বকাপ! Jio Cinema-কে টেক্কা দিতে বিরাট ঘোষণা এই সংস্থার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) সূচি ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। ভারতীয় সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হবে। সেই অপেক্ষার অবসান হয়েছে গত সোমবার এবং বেশ ভেবেচিন্তে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ৩০শে আগস্ট থেকে আরম্ভ হবে এই টুর্নামেন্ট। তার আগে একটি সুখবর পেলেন এশিয়া কাপের দর্শকরা।

বাজারে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সব সময় একটি প্রতিযোগিতা চলে একে অপরকে ছাপিয়ে যাওয়ার। আর সেই প্রতিযোগিতায় জনপ্রিয় দিক দিয়ে গত বছরের শেষ দিক থেকে বাকিদের কিছুটা পেছনে ফেলে দিয়েছিল ‘জিও সিনেমা’। জিও সিনেমায় দর্শকরা বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ, আইপিএলের মতো প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে পেরেছেন চোখে দেখে।

ফলে অপরদিকে ডিজনি হটস্টারের জনপ্রিয়তা কিছুটা কমছিল। কিন্তু এবার দর্শকদের জন্য একটি অভিনব উপহার সামনে আনল এই জনপ্রিয় এবং পুরনো স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। এবার মোবাইলে বা ল্যাপটপের পর্দায় বিনামূল্যে সমগ্র এশিয়া কাপ দেখার আনন্দ উপভোগ করতে পারবেন দর্শকরা ডিজনি হটস্টারের মাধ্যমে।

এশিয়া কাপ সম্পর্কে নিজেদের স্ট্রিমিংয়ের প্রচার চালানোর জন্য একটি অভিনব ট্যাগলাইন বেছে নিয়েছে ডিজনি হটস্টার। তারা জানিয়েছে আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুটি টুর্নামেন্টে তারা বিনামূল্যে দেখাবেন দর্শকদের। আর এই প্রচারের জন্য তাদের ট্যাগলাইন হলো ‘বাস আও, ওর ফ্রি মে দেখতে যাও’। অর্থাৎ ‘আসুন এবং বিনামূল্যে দেখতে থাকুন।’

d+h

আরও পড়ুন: এশিয়া কাপে হলো না সুযোগ! BCCI-এর বঞ্চনার কারণে এবার চরম সিদ্ধান্ত নেবেন এই ৩ ভারতীয়

আগস্ট মাসের ৩০ তারিখ থেকে এই টুর্নামেন্টে আরম্ভ হচ্ছে। তবে ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেপ্টেম্বর মাসে ২ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে। এশিয়া কাপ শেষ হওয়ার এক মাস পর থেকে আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ। ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টুর্নামেন্টে অভিযান শুরু করবে ভারত। তার আগে এই সংবাদ ক্রিকেটপ্রেমীদের আনন্দ দ্বিগুণ করেছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর