একান্নবর্তী পরিবারের মিষ্টি গল্প! TRP তালিকায় ঝড় তুলতে আসছে ‘বসু পরিবার’! রইল হাতেগরম প্রোমো

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনে এখন একের পর এক নতুন সিরিয়াল (Bengali Serial) শুরু হচ্ছ। স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা, সর্বত্র দেখা যাচ্ছে এক চিত্র। এই আবহে প্রকাশ্যে এল আরও একটি নতুন ধারাবাহিকের প্রোমো। শাশুড়ি-বৌমার কুটকচালি অথবা পরকীয়া নয়, বরং পারিবারিক গল্প নিয়ে দর্শকদের মন জয় করতে আসছে ‘বসু পরিবার’ (Basu Paribar)।

মিষ্টি পারিবারিক গল্প নিয়ে আসছে ‘বসু পরিবার’ (Bengali Serial)!

আগেই শোনা গিয়েছিল, ‘গাঁটছড়া’র পর নতুন রূপে পর্দায় ফিরতে চলেছেন শ্রীমা ভট্টাচার্য। ‘সন্ধ্যাতারা’ নায়ক সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি বাধার খবরও প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল ধারাবাহিকের (Serial) প্রোমো। নায়ক-নায়িকা দু’জনের একত্রে দেখা মিলল সেখানে। সান বাংলার ‘বসু পরিবার’ ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাবে শ্রীমা-সৌরজিৎকে।

আরও পড়ুনঃ তৃতীয়বার সাংসদ হয়েই প্রতিশ্রুতি পূরণ! দেবের এক পদক্ষেপে খুশির হাওয়া ঘাটালে!

সম্প্রতি আসন্ন এই ধারাবাহিকের (Bengali Serial) নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। প্রথম প্রোমোয় নায়ক দীপ্তেশ এবং বসু পরিবারের কর্তা অঞ্জনবাবুর দেখা মিলেছিল। দ্বিতীয় প্রোমোয় দেখা গেল নায়িকা নীলাকে। অত্যন্ত সৎ এবং সাহসী মেয়ে নীলা। নিজের জীবনে হাজার সমস্যা থাকলেও মানুষের পাশে দাঁড়াতে কখনও দ্বিধাবোধ করে না সে।

Bengali serial Basu Paribar

‘বসু পরিবার’এর নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, বিদিশা এবং সুমনের বিয়ে নিয়ে তোরজোড় করছে গোটা পরিবার। সেই সময়ই আলাপ হয় দীপ্তেশ এবং নীলার। অঞ্জনবাবুকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য নীলাকে ধন্যবাদ জানায় দীপ্তেশ। পরিবারের প্রতি ভালোবাসাই কি তাহলে মিলিয়ে দেবে দু’জনের জীবন? কীভাবে এক সুতোয় বাঁধা পড়বে দীপ্তেশ-নীলার জীবন? তা জানা যাবে সিরিয়াল শুরুর পর।


আগামী ৫ আগস্ট থেকে সান বাংলার পর্দায় শুরু হতে চলেছে পারিবারিক (Bengali Serial) কাহিনী নির্ভর এই মেগা ‘বসু পরিবার’। প্রতিদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল। পরকীয়া-কুটকচালির ভিড়ে ভিন্ন স্বাদের এই ধারাবাহিক দর্শকমনে কতটা স্থান করে নিতে পারে সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X