যৌথ পরিবারের মিষ্টি গল্প! TRP তালিকায় ঝড় তুলতে আসছে ‘মধুর হাওয়া’, রইল প্রথম প্রোমো!

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের পর্দায় এখন যেন নতুন সিরিয়াল (Bengali Serial) শুরুর হিড়িক পড়েছে। স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা, একের পর এক ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনছে। ‘তেঁতুলপাতা’, ‘অমরসঙ্গী’, ‘কাজল নদীর জলে’র পর ফের একটি নতুন মেগা শুরুর খবর সামনে এল। একান্নবর্তী পরিবারের টক ঝাল মিষ্টি গল্প নিয়ে এবার দর্শকদের মন জয় করতে আসছে ‘মধুর হাওয়া’ (Madhur Hawa)।

যৌথ পরিবারের গল্প নিয়ে আসছে ‘মধুর হাওয়া’ (Bengali Serial)

বাংলা সিরিয়াল (Serial) মানেই শাশুড়ি-বৌমার কুটকচালি, নয়তো পরকীয়া! দর্শকদের একাংশের মুখে প্রায়ই এই অভিযোগ শোনা যায়। একান্নবর্তী পরিবারের গল্প খুব একটা দেখানো হয় না বলেও আফসোস করেন অনেকে। তবে এবার সেই আফসোস মিটতে চলেছে! কারণ হাসি মজায় ভরপুর এক যৌথ পরিবারের গল্পই তুলে ধরতে আসছে ‘মধুর হাওয়া’।

আরও পড়ুনঃ TRP কমতেই কঠোর সিদ্ধান্ত! এবার বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা? নাম দেখেই মাথায় হাত দর্শকদের!

ইতিমধ্যেই আসন্ন এই মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। আগামী ৫ আগস্ট থেকে সন্ধ্যা ৭টায় আকাশ আট চ্যানেলে শুরু হচ্ছে এই ধারাবাহিক। প্রথম প্রোমোয় দেখা মিলেছে ‘কিরণ কানন’ বাড়ির সদস্যদের। দাদু-ঠাম্মির ছোট ছোট ঝগড়া, খুনসুটি নিয়ে নাজেহাল গোটা পরিবার।

Bengali serial Madhur Hawa

প্রোমোয় (Bengali Serial) দেখা যাচ্ছে, গান শুনতে ব্যস্ত ‘কিরণ কানন’ বাড়ির কর্তা। এদিকে স্বামীর গান শোনা নিয়ে তিতিবিরক্ত তার স্ত্রী। এক কথা, দুই কথায় তাদের ঝগড়া লেগে যায়। পরিস্থিতি বেগতিক দেখে শরীর খারাপের নাটক শুরু করে দাদু। তা দেখে ছুটে আসে ঠাম্মি সহ পরিবারের সকল সদস্যরা। যদিও কিছুক্ষণের মধ্যেই দাদুর সেই নাটক সবার সামনে ফাঁস হয়ে যায়। হাসিঠাট্টায় মেতে ওঠে গোটা পরিবার।

এমন সময় দরজা খুলে ‘কিরণ কানন’ বাড়িতে প্রবেশ করে এক যুবক। সম্ভবত সে ধারাবাহিকের নায়ক। তাকে দেখে থমকে যায় বাড়ির মেয়ের চোখ। এরপর ছেলেটি বলে, ভাগ্য করে বাড়ি পেয়েছিস। জীবনের এটুকুই তো চাওয়া। একান্নবর্তী পরিবারের এই দুষ্টু মিষ্টি গল্প দর্শকদের মন কতখানি জয় করতে পারে সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর