বাংলাহান্ট ডেস্ক : নবমী ছাড়া পুজোর অন্যান্য দিন বেশ রৌদ্রজ্জ্বল ছিল বাংলার আবহাওয়া। তবে আজ সকাল থেকে ফের একবার আকাশের মুখ ভারী। লক্ষী পুজোয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন দিঘায় মেঘলা আকাশ থাকবে ও বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দিঘার সাথে সাথে গোটা পূর্ব মেদিনীপুরেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুরে আগামী কয়েক দিন দিনেরবেলা তাপমাত্রা বৃদ্ধি পেলেও, রাতের দিকে পারদ নিম্নমুখী হবে। পূর্ব মেদিনীপুরের এগরায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮১ শতাংশ।
আরোও পড়ুন : হার মানবে পার্থ-অর্পিতাও! এবার শান্তিনিকেতনে খোঁজ মিলল জ্যোতিপ্রিয়র কয়েক কোটির বাড়ি
উইকেন্ডে আবহাওয়া বদল হতে পারে কাঁথি শহরে। কাঁথিতে আজ তাপমাত্রা সর্বোচ্চ ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল থেকে মেঘলা আকাশ কাঁথি শহরে। আজ এখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৯ শতাংশ।পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়াতে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরোও পড়ুন : অ্যাকাউন্ট আছে প্রাইভেট ব্যাঙ্কে ? সাবধান! কড়া নির্দেশ দিল RBI, না জানলেই বিপদ
আজ হলদিয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ায় আজ মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল থেকেই আকাশ মেঘলা তমলুক শহরের। আজ দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ দিঘা সংলগ্ন এলাকাগুলিতে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উইকেন্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিখ্যাত এই পর্যটনস্থলে।