SBI-র গ্রাহকেরা হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে নিয়ম, মিলবে না এই বড় সুবিধা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আগামী মাসের প্রথম দিন অর্থাৎ আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকেই একটি নিয়মে কিছু পরিবর্তন করছে SBI (State Bank Of India)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, SBI কার্ড তার রিওয়ার্ড পয়েন্টস প্রোগ্রামে কিছু পরিবর্তন করেছে। যেটি আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে বাস্তবায়িত হবে। এই পরিবর্তনগুলির কারণে, কিছু অনলাইন লেনদেন এবং ভ্রমণ সংক্রান্ত কেনাকাটায় উপলব্ধ রিওয়ার্ড পয়েন্টস হ্রাস করা হয়েছে৷

বদলে যাচ্ছে SBI (State Bank Of India) ক্রেডিট কার্ডের নিয়ম:

জানিয়ে রাখি, এই পরিবর্তনটি Simply CLICK SBI কার্ড, Air India SBI প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড এবং Air India SBI Signature ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে৷ এমন পরিস্থিতিতে, আপনি যদি একজন কার্ড হোল্ডার হন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই পরিবর্তনগুলি সম্পর্কে জানতে হবে। এর ফলে আপনি এই রিওয়ার্ড পয়েন্টসের সর্বাধিক সুবিধা নিতে পারে।

Swiggy-তে লেনদেনের ক্ষেত্রে কম রিওয়ার্ড পয়েন্টস: প্রসঙ্গত উল্লেখ্য, ১ এপ্রিল, ২০২৫ থেকে, SimplyCLICK SBI (State Bank Of India) কার্ডে Swiggy-তে করা লেনদেনের ক্ষেত্রে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্ট হ্রাস পাবে। আগে, কার্ড হোল্ডাররা Swiggy-তে খরচ করার জন্য 10X রিওয়ার্ড পয়েন্ট পেতেন। কিন্তু এখন তা কমিয়ে 5X করা হয়েছে। তবে, এই কার্ডটি Apollo 24X7 থেকে শুরু করে BookMyShow, Cleartrip, Dominos, IGP, Myntra, Netmeds এবং Yatra-র মতো কিছু অনলাইন শপিং ওয়েবসাইটে 10X রিওয়ার্ড পয়েন্ট উপলব্ধ করতে থাকবে।

Update for State Bank Of India customers.

রিওয়ার্ড পয়েন্টস হ্রাস: এছাড়াও, SBI (State Bank Of India) কার্ড Air India-র টিকিট কেনার ক্ষেত্রে উপলব্ধ রিওয়ার্ড পয়েন্টসেও বেশ কিছু পরিবর্তন করেছে। জানা গিয়েছে যে, ৩১ মার্চ, ২০২৫ থেকে, Air India SBI প্ল্যাটিনাম ক্রেডিট এবং Air India SBI সিগনেচার ক্রেডিট কার্ডে Air India ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে উপলব্ধ রিওয়ার্ড পয়েন্টস হ্রাস পাবে।

আরও পড়ুন: গ্রাহকেরা হন সতর্ক! AirFiber-এর নামে এইভাবে “লোক ঠকাচ্ছে” Jio-Airtel? ফাঁস আসল সত্য

SBI প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড: উল্লেখ্য যে, এখন Air India SBI (State Bank Of India) প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডের প্রাইমারি কার্ড হোল্ডারকে প্রতি ১০০ টাকায় শুধুমাত্র ৫ রিওয়ার্ড পয়েন্ট মিলবে। যা আগে ছিল ১৫৷ অপরদিকে, Air India-র SBI Signature ক্রেডিট কার্ডের প্রাইমারি কার্ড হোল্ডাররা এখন ১০০ টাকায় শুধুমাত্র ১০ রিওয়ার্ড পয়েন্ট পাবেন। যেখানে আগে এটি ৩০ পয়েন্ট ছিল।

আরও পড়ুন: RR বনাম KKR ম্যাচে প্রথমবার ব্যবহৃত হল এই বিশেষ নিয়ম! তবুও জিততে পারল না রাজস্থান

কমপ্লিমেন্টারি ইন্সুরেন্স কভারেজ শেষ হবে: এর পাশাপাশি SBI (State Bank Of India) কার্ড তার কমপ্লিমেন্টারি ইন্সুরেন্স কভারেজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ জুলাই, ২০২৫ থেকে কার্ড হোল্ডারদের ৫০ লক্ষ টাকার এয়ার অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্স এবং ১০ লক্ষ টাকার রেল অ্যাক্সিডেন্ট ইন্সুরেন্স কভার দেওয়া বন্ধ হয়ে যাবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X