বাংলাদেশে জমছে খেলা! ইউনূসের চাপ বাড়ালেন তাঁরই উপদেষ্টা, ভারতের বিরুদ্ধে উগরে দিলেন বিষ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। যার ফলে ক্রমশ চাপ বাড়ছে ইউনূসের। ঠিক এই আবহেই এবার, ইউনূস সরকারের এক উপদেষ্টাই রীতিমতো বোমা ফাটালেন। মূলত, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এমন একটি প্রতিক্রিয়া দিয়েছেন যা কেবল অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সমস্যাই বৃদ্ধি করেনি, বরং ভারতের সাথে সম্পর্কেও তিক্ততা বৃদ্ধি করার কাজ করছে।

বাংলাদেশে (Bangladesh) চাপে রয়েছেন ইউনূস:

আসলে, মঙ্গলবার জাহাঙ্গীর আলম রাজশাহীর একটি জেল ট্রেনিং সেন্টারে হওয়া অনুষ্ঠানে পৌঁছেছিলেন। সেখানে পাসিং আউট প্যারেডে অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে তিনি ১৮ জন নতুন ডেপুটি জেলার এবং ৫০৮ জন কারারক্ষীর পাসিং আউট প্যারেড প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানের পর জাহাঙ্গীর আলম যখন সংবাদমাধ্যমের সাথে কথা বলেন, তখন তিনি ভারত-বাংলাদেশ (Bangladesh) সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে খোলামেলা ভাবে নিজের প্রতিক্রিয়া জানান। জাহাঙ্গীর আলম স্পষ্ট বলেন, “সীমান্তে ভারত থেকে ‘পুশ-ইন’-এর ঘটনা অনেক বেড়েছে। আমরা এর বিরুদ্ধে বহুবার প্রতিবাদ করেছি। যদি পাঠানো মানুষরা আমাদের নাগরিক হয়, তাহলে যথাযথ পদ্ধতিতে তাদের পাঠান।”

Update on the current situation in Bangladesh.
জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

নো-ম্যানস-ল্যান্ডে উত্তেজনা বাড়ছে: এদিকে, মঙ্গলবার সকালে ভারতের আসামে এবং বাংলাদেশের (Bangladesh) কুড়িগ্রাম জেলার সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০৬৭ নম্বর বর্ডার পিলারের কাছে বোরাইবাড়ি ও মানকাচর এলাকায় BSF এবং BGB মুখোমুখি হয়। বলা হচ্ছে যে, BSF জওয়ানরা ৯ জন পুরুষ এবং ৫ জন মহিলাকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। যাকে বলা হয় “পুশ-ইন”। এই নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আরও পড়ুন: একী কাণ্ড! KKR-এর এই কাজে ফের “অপমানিত” শ্রেয়স আইয়ার, চটে লাল অনুরাগীরাও

“সীমান্ত সম্পূর্ণ নিরাপদ”, দাবি উপদেষ্টার: এদিকে, জাহাঙ্গীর আলম তাঁর বিবৃতিতে দাবি করেছেন যে সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। তিনি জানান, “আমাদের বাহিনী সম্পূর্ণরূপে সতর্ক এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সীমান্তে কোনও ধরণের ঝামেলা হবে না।” তিনি এই ধরনের সংবেদনশীল ঘটনার রিপোর্টিংয়ের ক্ষেত্রে দায়িত্বশীলতা প্রদর্শনের জন্য গণমাধ্যমের প্রতিও আবেদন জানান।

আরও পড়ুন: আইন নিয়ে পড়তে চান? পড়ুয়াদের জন্য নয়া দিগন্তের উন্মোচন করছে সরসুনা ল কলেজ, জানুন বিশদে

ইদের ব্যাপারেও আশ্বাস দিয়েছেন: ওই অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম আরও বলেন যে, আসন্ন ইদকে সামনে রেখে প্রত্যেক নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে (Bangladesh) গত ইদ শান্তিপূর্ণ ছিল এবং এবারও ব্যবস্থা কঠোর হবে। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে তিনি ১৮ জন নতুন ডেপুটি জেলার এবং ৫০৮ জন কারারক্ষীর পাসিং আউট প্যারেড প্রত্যক্ষ করেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X