বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে UPI আমাদের জীবনের অত্যন্ত অপরিহার্য একটি অংশ হয়ে উঠেছে। পাড়ার দোকানের কেনাকাটা থেকে শুরু করে বিল মেটানো, সব ক্ষেত্রেই আজকাল মানুষ ব্যবহার করছেন ইউপিআই। যতদিন যাচ্ছে ততই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হচ্ছে এই ডিজিটাল পেমেন্ট সিস্টেম।
তবে জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংক এবার বদল আনতে চলেছে ইউপিআই সিস্টেম নিয়ে। বিগত কয়েক বছরে ইউপিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের জীবনে। তার সাথে গুরুত্ব বেড়েছে পেমেন্ট ওয়ালেটগুলির। PayTm, PhonePe এবং Amazon-র মতো পেমেন্ট অ্যাপগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরোও পড়ুন : পর্যটনে ভাটা পড়তেই ভারতের শরণে! এবার পর্যটক টানতে এ দেশে এসে রোড শো করবে মলদ্বীপ
ওয়ালেটগুলির লিমিটেশনের ব্যাপারে অভিযোগ করেছেন বহু ব্যবহারকারী। এতদিন ওয়েব বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ওয়ালেটের টাকা ব্যবহার করা যেত ইউপিআই লেনদেন করতে। তবে জানা যাচ্ছে এবার থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউপিআই ব্যবহারকারীরা খরচ করতে পারবেন তাদের ওয়ালেটের টাকা।
RBI জানাচ্ছে, “পিপিআই হোল্ডারদের আরও সুবিধা দেওয়ার জন্য,এখন তৃতীয় পক্ষের ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিপিআই লিঙ্ক করার অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি পিপিআই হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টহোল্ডারদের মতো ইউপিআই পেমেন্ট করতে দেবে।”