অ্যাকাউন্টে টাকা না থাকলেও করা যাবে UPI পেমেন্ট! কোটি কোটি গ্রাহকদের জন্য আসছে বড় সুখবর

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতবর্ষে অনলাইন ডিজিটাল পেমেন্ট সিস্টেম খুবই জনপ্রিয় হয়েছে। বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা। পাড়ার মোড়ের চায়ের দোকান হোক কিংবা শপিংমল, ইউপিআই পেমেন্ট প্রায় সর্বত্র গ্রহণযোগ্য। ইউপিআই অ্যাপের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করলেই করা যায় এই পেমেন্ট।

আবার বর্তমানে RUPAY ক্রেডিট কার্ডের সাথেও লিঙ্ক করা যায় UPI। তবে এবার অ্যামাজন পে এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছে যাতে ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও, আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারবেন। Amazon pay সিদ্ধান্ত নিয়েছে গ্রাহকদের ‘ইউপিআই-তে ক্রেডিট’ সুবিধা দেওয়ার।

আরোও পড়ুন : এই স্টেশনগুলো দিয়েই চলবে বাংলা টু সিকিমের ট্রেন! বড়সড় আপডেট দিল ভারতীয় রেল

এই ধরনের অফার বর্তমান শুরু করেছে বেশ কয়েকটি ব্যাংক। জানা যাচ্ছে এই পরিষেবা গ্রাহকদের দেওয়ার জন্য অ্যামাজনের পক্ষ থেকে আলোচনা চালানো হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর  সাথে। অ্যামাজন পে ইন্ডিয়ার ডিরেক্টর বিকাশ বানসাল বলেছেন, NPCI-এর থেকে অনুমতি নিয়ে এই পরিষেবা দ্রুত শুরু করাই হল অ্যামাজন পে-এর উদ্দেশ্য।

আরোও পড়ুন : LAC ঘেঁষে বিমানঘাঁটি তৈরির প্ল্যান BRO’র! চিনের সামনে খেল দেখাচ্ছেন এই দাপুটে মহিলা অফিসার

তাঁর কথায়,  ‘ক্রেডিট অন UPI আসলে একটি বড় উদ্যোগ। সেই কারণেই গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে আমরা খুব সক্রিয় ভাবে এই দিকে ফোকাস করছি।’ প্রসঙ্গত, বেশ কিছু ব্যাংকের তরফে চালু করা হয়েছে  ‘ক্রেডিট লাইন অন ইউপিআই’ পরিষেবা।

Eiffel Tower tickets can be purchased through UPI

এই সিস্টেমের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট, ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট, প্রিপেইড ওয়ালেট, UPI এবং RuPay ক্রেডিট কার্ডে অ্যাপ্রুভ হওয়া ক্রেডিট লাইন গ্রাহকরা সংযুক্ত করতে পারবেন ইউপিআই অ্যাপের সাথে। এর সাহায্যে ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলেও গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর