হঠাৎ মাথায় আসছে না নিজেরই UPI পিন? চাপ নেবেন না, আধার কার্ড দিয়েই পেয়ে যাবেন নিমেষে

বাংলাহান্ট ডেস্ক : যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে ভারতে অত্যন্ত জনপ্রিয় ইউপিআই (UPI)। বিল পেমেন্ট থেকে শুরু করে টাকা পাঠানো, ভারতের বৃহত্তর একটা অংশ ডিজিটাল লেনদেনের উপর ভরসা রাখছে। তবে এই ইউপিআই (Unified Payment Interface) মাধ্যম ব্যবহার করে লেনদেন করতে চাইলে প্রয়োজন হয় ইউপিআই পিনের। তবে যদি আপনি ইউপিআই পিন ভুলে যান তখন কী হবে?

ইউপিআই (UPI) পিন ভুলে গেলেও নো চিন্তা

আধার কার্ড ব্যবহার করে আপনারা রিসেট করতে পারবেন ইউপিআই (UPI) পিন। এই কাজটি করার জন্য প্রয়োজন হবে স্মার্ট ফোন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বরের সিম এবং ইউপিআই অ্যাপ। আপনার যদি আধার নম্বর মোবাইল নম্বরের সাথে রেজিস্টার্ড থাকে তাহলে সহজেই আধার কার্ড ব্যবহার করে রিসেট করে ফেলতে পারবেন ইউপিআই পিন (UPI Pin)।

UPI payment will get this facility, special rules coming for customers.

আধার ব্যবহার করে ইউপিআই (UPI) পিন রিসেট:

ইউপিআই পিন রিসেট করার জন্য প্রথমে আপনাকে খুলে নিতে হবে পেটিএম (Paytm), ফোন পে (PhonePe), গুগল পে (Google Pay)-এর মতো ইউপিআই অ্যাপ। আপনার মোবাইল নম্বরের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টগুলি যুক্ত রয়েছে তা দেখার জন্য  “ব্যাঙ্ক অ্যাকাউন্ট” বিকল্প বেছে নিতে হবে। “ইউপিআই পিন রিসেট করুন” বিকল্পটিতে ক্লিক করে শুরু করা যেতে পারে ইউপিআই পিন রিসেট করার প্রক্রিয়া। 

আরোও পড়ুন : পর্দা নয়, বাস্তবের ‘দাবাং’ অফিসার! কে এই মনোজ বর্মা? নতুন সিপির আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

ভেরিফিকেশনের জন্য এরপর আপনাকে দিতে হবে আধার নম্বরের প্রথম ৬ ডিজিট। তারপর প্রসিড অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরে একটি আধার ওটিপি আসবে। সেই ওটিপি নিবন্ধিত করার পর আপনি আপনার পছন্দের ইউপিআই পিন সেট করতে পারবেন। এছাড়াও ডেবিট কার্ড ব্যবহার করে আপনারা ইউপিআই পিন রিসেট করতে পারেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর