রেকর্ডঃ জানুয়ারি মাসে UPI এর মাধ্যমে হয়েছে ২৩০ কোটি টাকার লেনদেন

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে ভারত সরকার আর ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশে ডিজিটাল লেনদেন এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়েছিল। ২০২১ সালের মধ্যে দেশে ডিজিটাল লেনদেন চারগুন বাড়ার আশা দেখা দিচ্ছে। ভারতীয়রা ডিজিটাল লেনদেনর জন্য ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এর ব্যবহার অনেক বাড়িয়ে দিয়েছে।

নীতি আয়োগের মুখ্য কার্যকারী সভাপতি অমিতাভ কান্ত বলেন, জানুয়ারি ২০২১ এ UPI এর মাধ্যমে রেকর্ড ২৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। UPI এর মাধ্যমে লেনদেনে জানুয়ারি ২০২০ সালের তুলনায় ২০২১ এর জানুয়ারিতে লেনদেন ৭৬.৫ শতাংশ বেড়েছে।

কি এই UPI? 

ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস হ’ল একটি আন্তঃ ব্যাংক তহবিল স্থানান্তর সুবিধা। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে ফোন নম্বর আর ভার্চুয়াল আইডির সাহায্যে পেমেন্ট করা যায়। এটি ইন্টারনেট ব্যাংক ফান্ড ট্র্যান্সফার প্রক্রিয়া ভিত্তিক। NPCI এই সিস্টেমকে কন্ট্রোল করে। ব্যবহারকারীরা UPI এর মাধ্যমে কয়েক মিনিটেই ঘরে বসে টাকার আদান প্রদান করতে পারে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর