পুজোর মুখে কাটল জট! অবশেষে আপার প্রাইমারিতে কাউন্সিলিং শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। উচ্চ প্রাথমিকের (Upper Primary Recruitment) চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। ৩১৮ দিনের ধর্না সার্থক। মঙ্গলবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ (High Court Division Bench)। পুজোর আগেই চাকরি প্রার্থীদের খুলল কপাল।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) চাইলে কাউন্সিলিং শুরু করতে পারবে। কোন শিক্ষক কোন স্কুলে চাকরি করবেন সেই প্রক্রিয়াও শুরু করতে পারবে কমিশন। তবে এখনও চাকরির সুপারিশপত্র দেওয়ার নির্দেশ দেয়নি আদালত। পুজোর মুখে আদালতের সিদ্ধান্তে খুশি আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা।

   

এই মামলার পরবর্তী শুনানি পুজোর পর। আগামী ২৮ অক্টোবর। সেদিনই মামলার পরবর্তী নির্দেশ দেবে আদালত। সুপারিশপত্র দেওয়ার নির্দেশও সেদিনই দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ২৮ অক্টোবর নিয়োগ সংক্রান্ত আপডেট এসএসসিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: high court

প্রসঙ্গত, ২০১১ ও ২০১৫ উচ্চ প্রাথমিক টেটে সফল পরীক্ষার্থীরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন। তবে মেধাতালিকা, অ্যাকাডেমিক রেশিও ইত্যাদি নিয়ে অভিযোগ ওঠে। অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ছয় হাজার চাকরিপ্রার্থী মামলা করেন।

এরপর আদালতের নির্দেশে ১৩৩৩৯ জনের মেধাতালিকা প্রকাশ করে কমিশন। এরপর হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা গেলে তিনি প্যানেল বাতিল করে দেন। এরপর ঘটনাচক্রে মামলা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনিও স্থগিতদেশ দেন। পরে এই মামলা যায় ডিভিশন বেঞ্চে। গত ৩০ অগস্ট প্যানেল প্রকাশ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। আজ সেই মামলাতেই কাউন্সিলিংয়ের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর