বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হিন্দিতে একটি প্রবাদ আছে, যেটি বলে ‘দেনেওয়ালা যব ভি দেতা, দেতা ছাপ্পর ফাঁড়কে’। এই প্রবাদের অর্থ হল যখন কোন মানুষের ভালো সময় উপস্থিত হয় তখন তার সঙ্গে সবকিছুই ভালো হতে থাকে। ঠিক এমনটাই হলো উত্তরপ্রদেশের এক ক্রিকেটপ্রেমীর সাথে। আইপিএল (IPL 2023) চলাকালীন একটি গেমিং অ্যাপসে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করছিলেন তিনি। টিম বানাচ্ছিলেন, ম্যাচের ফলাফল আন্দাজ করছিলেন এবং সেখান থেকেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি।
অথচ কয়েকদিন আগে অবধিও গেমিং অ্যাপসে ফ্যান্টাসি লিগ খেলার বিষয়ে শোনেননি উত্তরপ্রদেশের এই ক্রিকেটপ্রেমী, যার নাম বিবেকানন্দ সিং। তার বাড়ির ছোট ছোট ক্রিকেটপ্রেমীরা তাকে এই খেলাটি শিখিয়েছিলেন। কিভাবে দল বানাতে হবে, কাকে দলে রাখতে হবে সেই সম্পর্কে ধারণা পেয়েছিলেন তিনি তাদের কাছেই। তারপর শেষ কয়েক মাস ধরে এই ফ্যান্টাসি লিগে টিম বানিয়ে একাধিকবার বেশ কিছু বড় লসও হয়েছে পেশায় হোম গার্ড এই ব্যক্তির।
গত কয়েক মাসের ৭-৮ হাজার টাকা লোকসান হওয়ার পরও হাল ছাড়েননি বিবেকানন্দ। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস নিজেদের ঘরের মাঠে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল সেইদিন তিনি টিম বানিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তারপর ঘুমিয়েও পড়েছিলেন তিনি রাতে। এরপর আচমকাই রাত বারোটা নাগাদ একবার ঘুম ভাঙে তার। কি করবেন বোঝা না পেয়ে মোবাইলটি একটু চেক করতে গিয়ে তিনি দেখেন যে ওই প্রতিযোগিতায় এক কোটি টাকা এবং একটি দামী গাড়ি জিতেছেন তিনি।
মে মাসের ৮ তারিখের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানিয়েছে ওই প্রতিযোগিতার আয়োজনকারীরা। যদিও এই টাকা দিয়ে বিশাল কিছু করার ইচ্ছা নেই তার। তার স্বর্গত বাবা ছিলেন একজন কৃষক। এই অর্থ সঠিকভাবে বিনিয়োগ করে কৃষির কাজে লাগাবেন বলে তিনি জানিয়েছেন। তার দেখাদেখি এখন হয়তো অনেকেই উৎসাহিত হয়ে এই গেমিং অ্যাপসের আরো বেশি করে টাকা বিনিয়োগ করবেন। কিন্তু তাদের মাথায় রাখা দরকার যে এমন ভাগ্য লাখে একজন মানুষেরই হয়।
কিছুদিন আগে ঠিক এমন ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের শাহাবুদ্দিন মনসুরের সাথে। তিনি প্রায় দুই বছর ধরে একটি বিশেষ গেমিং অ্যাপসে খেলার আগে দল তৈরি করে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করছিলেন বড় প্রাইজ মানি জেতার। গত রবিবার কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচের দিন একটি নির্দিষ্ট কম্পিটিশনে তিনি অংশগ্রহণ করেছিলেন ৪৯ টাকার বিনিময়ে। তিনি ওই কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেন এবং পুরস্কার হিসেবে পান দেড় কোটি টাকা। এত বড় অর্থ জয়ের কথা কোনদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি বা তার পরিবার। রাতারাতি জীবন বদলে গিয়েছে তাদের।