মোটা অঙ্কের বেতনে ২৬১টি শূন্যপদে চলছে নিয়োগ! দেরী না করে আজই এইভাবে করুন আবেদন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর! ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তরফে ইউপিএসসি জুনিয়র ট্রান্সলেশন অফিসার এবং অন্যান্য পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এই নিয়োগ ড্রাইভ সংস্থায় 261টি পদের ভিত্তিতে নিয়োগ (Recruitment) করা হবে।

শূন্যপদ গুলির বিবরণ:

এয়ার ওয়ার্থিনেস অফিসারের জন্য ৮০টি পদ, এয়ার সেফটি অফিসারের জন্য ৪৪টি পদ,

প্রাণিসম্পদ কর্মকর্তা : ৬টি পদ, জুনিয়র সায়েন্টিফিক অফিসার: ৫টি পদ, পাবলিক প্রসিকিউটর: ২৩টি পদ

অন্যদিকে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার: ৪৬টি পদ, সহকারী প্রকৌশলী : ৩টি পদ, সহকারী সার্ভে অফিসার: ৭টি পদ, প্রিন্সিপাল অফিসার : ১টি পদ এবং সিনিয়র লেকচারারের জন্য রয়েছে ৩টি পদ। বিশদে জানতে প্রার্থীরা UPSC-এর অফিসিয়াল সাইট চেক করতে পারেন।

job 8

আবেদন করার জন্য প্রার্থীদের SBI-এর যে কোনও শাখায় নগদ অর্থ প্রেরণ করে বা কোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং সুবিধা ব্যবহার করে বা Visa/ Master / Rupay/ Credit/ Debit Card / UPI পেমেন্ট ব্যবহার করে ২৫ টাকা ফি হিসেবে দিতে হবে৷ SC/ST/PwBD/ মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।

পূর্বে উল্লেখিত পদ গুলির জন্য আবেদন করার শেষ তারিখ ১৩,০৭,২৩ পর্যন্ত। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিবরণের জন্য UPSC-এর অফিসিয়াল সাইট ভিসিট করতে পারেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X