পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে জেহাদিরা! বাজেয়াপ্ত হল ৫৫ কোটি টাকার বেআইনি ইউরেনিয়াম

মৌলবাদের বিষে এই মুহুর্তে বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারত ও তার প্রতিবেশী দেশগুলিতেও ক্রমশ আরো শক্তিশালী হচ্ছে জেহাদিরা। আগেই জেহাদিদের কাছে আধুনিক বন্দুক থেকে রকেট লঞ্চার থাকার খবর জানা গিয়েছিল। এবার পাওয়া গেল ইউরেনিয়াম (uranium)৷ যা পারমাণবিক বোমা (atom bomb) তৈরির প্রধান উপাদান। তাহলে কি জেহাদিরা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে? এই প্রশ্নই এখন ঘুম উড়িয়েছে গোটা বিশ্বে

IMG 20201231 145115

ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ইসলাম ধর্মালম্বী মানুষের আধিক্য থাকলেও কোনোদিনই এই দেশে মৌলবাদ ভয়াবহ আকার ধারণ করেনি। কিন্তু এবার এই বাংলাদেশ থেকেই পাওয়া গেল ভয়ংকর খবর। বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে বাংলাদেশের র‍্যাব উদ্ধার করেছে ইউরেনিয়াম৷

ঢাকার রামপুরার একটি বাড়ি থেকে ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া ইউরেনিয়ামের দাম ৫৫ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। ইউরেনিয়াম বেচা-কেনায় জড়িত ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা বিভাগ মনে করছে এই ইউরেনিয়াম কেনা বেচার একটি চক্র ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়েই। তারা অবৈধ ভাবে এই তেজস্ক্রিয় পদার্থের কেনা বেচা করত। বিভিন্ন উৎস থেকে এই ইউরেনিয়াম আসত বলে জানিয়েছে ধৃতরা। কিন্তু এই পদার্থের কারা খরিদ্দার তা সম্পর্কে জানা যায় নি কিছুই।

মনে করা হচ্ছে মৌলবাদী সংগঠনগুলির সাথে এই চক্রের যোগ রয়েছে। তারা ইউরেনিয়াম দিয়ে ছোট খাটো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। এর আগেও ২০১৪ সালে ইউরেনিয়াম কেনা বেচায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সীমানা থেকে অদূরে বাংলাদেশের নগাওঁ জেলায় ইউরেনিয়াম উদ্ধার করা হয়েছে।

 


সম্পর্কিত খবর