বাংলাহান্ট ডেস্ক: দিনদিন সভ্যতা ভব্যতার সীমা অতিক্রম করছেন। উরফি জাভেদের (Urfi Javed) সাম্প্রতিক পোশাক দেখে বিরক্ত নেটনাগরিকরা। এমনিতে উরফির ফ্যাশন সেন্স দেখে তাঁর থেকে ‘ভদ্র’ পোশাক আশা করাই এক রকম ছেড়ে দিয়েছেন নেটিজেনরা। কিন্তু এবার তিনি সীমা অতিক্রম করে গিয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এতদিন অর্ধনগ্ন হয়ে বেরোলেও উর্ধাঙ্গে পোশাকের ছিটেফোঁটা অন্তত রাখতেন উরফি। এখন সেটুকুও পরার প্রয়োজন মন করেন না তিনি। সম্প্রতি একটি নেটের স্কার্ট পরে মুম্বইয়ের রাস্তায় দেখা যায় উরফিকে। উর্ধাঙ্গে একটা সুতোরও বালাই ছিল না। একগুচ্ছ রূপোলি চেন দিয়ে বক্ষযুগল ঢেকে রেখেছিলেন তিনি।
বরাবরের মতোই ট্রোল হয়েছেন উরফি। তবে এবারে নেটিজেনদের ক্ষোভের শিকারও হয়েছেন তিনি। অনেকের মতেই, মাত্রা ছাড়াচ্ছেন উরফি। কয়েকজন প্রশ্ন করেছেন, পোশাকটা কি ভুলে বাড়িতে ফেলে এসেছেন তিনি? অনেকে উরফির চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন।
এর আগে বিগ বস প্রতিযোগী জানিয়েছিলেন, তিনি নিজের পোশাক নিজে ডিজাইন করতে ভালবাসেন। আর তিনি যা পরেন সবই একটু ওভার দ্য টপ অর্থাৎ বেশি বেশি। সাধারন মানুষ যেটা পরার কথা ভাবতেও পারবেন না উরফির কাছে সেগুলো খুবই স্বাভাবিক ব্যাপার।
https://www.instagram.com/reel/Ca6wbkbqRS6/?utm_medium=copy_link
উরফির মতে, মহিলাদের ইচ্ছা মতো পোশাক পরার স্বাধীনতা রয়েছে। তিনি আরো জানিয়েছিলেন, তিনি ইসলামে বিশ্বাসী নন। যে নোংরা মন্তব্য, কটাক্ষ তিনি পান বেশিরভাগ আসে মুসলিম ধর্মাবলম্বীদের থেকে। উরফির কথায়, “মুসলিম পুরুষরা চায় মহিলাদের দাবিয়ে রাখতে। তাই আমার প্রতি ওদের অত ঘৃণা। মুসলিম সম্প্রদায়ের সব মেয়েকে ওরা নিয়ন্ত্রণ করতে চায়। আমি ইসলামে বিশ্বাস করি না। ওরা যেভাবে চায় সেভাবে আমি আচরণ করি না বলেই ওদের এত রাগ।”