বাংলাহান্ট ডেস্ক: সংবাদ শিরোনাম থেকে সরার নামই করেন না উরফি জাভেদ (Urfi Javed)। কারণ যাই হোক না কেন, তিনি সবসময়ই চর্চার মধ্যমণি। মূলত নিজের পোশাকের কারণেই বারংবার বিপদে পড়েন উরফি। সমালোচনা তাঁর নিত্যদিনের সঙ্গী। কিন্তু মাঝেমধ্যেই অনেকে সীমা ছাড়িয়ে খুন, ধর্ষণেরও হুমকি দিয়ে বসে উরফিকে। সম্প্রতি এমন অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গুরগাঁও পুলিসের তরফে।
গত বৃহস্পতিবার টুইটে মুম্বই পুলিসকে ট্যাগ করে উরফি অভিযোগ করেন, এক ব্যক্তি ক্রমাগত তাঁকে খুন এবং ধর্ষণের হুমকি দিয়ে চলেছেন। প্রতিদিন নতুন নতুন নম্বর থেকে আসে হুমকি। উরফি আরো জানান, তিনি এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। তাই পুলিসের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারছেন না। টুইটের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির একটি ছবিও জুড়ে দিয়েছিলেন উরফি। হুমকি মেসেজগুলির স্ক্রিনশটও শেয়ার করেছিলেন তিনি।
জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তির নাম নবীন রঞ্জন গিরি। পেশায় তিনি একজন দালাল। উরফির টুইটের পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করে মুম্বই পুলিস। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে নবীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা পুলিস কর্মী। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৫৪ ডি, ৫০৬ (২), ৫০৯ এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের সন্ধানে রয়েছে পুলিস।
খুন, ধর্ষণের হুমকি অবশ্য উরফির কাছে নতুন নয়। এর আগেও এমন অভিযোগ তুলেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ উগরে দিয়েছিলেন। পালটা তাঁর বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগও উঠেছিল। কিছুদিন আগেই আইনি ঝামেলায় জড়িয়েছিলেন উরফি। তবে এসবে বিশেষ পাত্তা দেন না তিনি। নেতিবাচক প্রচারের দৌলতেই জনপ্রিয়তা ধরে রেখেছেন উরফি।