ছেঁড়া জ‍্যাকেটের নীচ দিয়ে উঁকি দিচ্ছে অন্তর্বাস! উরফিকে নেটিজেনদের প্রশ্ন, ‘বাকি জ‍্যাকেটটা ইঁদুরে খেয়ে নিল নাকি?’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যেমন শো তেমন তার প্রতিযোগী। সদ‍্য শুরু হওয়া বিগ বস OTT র প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদকে (urfi javed) নিয়েই এমন কটাক্ষ শুরু হয়েছে নেটদুনিয়ায়। এমনিতেই বোল্ড অবতারের জন‍্য বেশ ‘কুখ‍্যাত’ উরফি। তাঁর সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে উঁকি দিলেই মালুম হয় সে কথা। বিগ বসের ঘরে গিয়েই নিজের বোল্ড আউটফিট দিয়ে নজর কেড়েছিলেন উরফি। অবশ‍্য তাতে লাভ কিছুই হয়নি। কারণ তিনিই প্রথম প্রতিযোগী যিনি এলিমিনেট হন বিগ বস থেকে।

সম্প্রতি ফের লাইমলাইটে উঠে আসেন উরফি। সৌজন‍্যে সেই অদ্ভূত পোশাক। মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন তিনি। সেই ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের চোখ আটকায় তাঁর জ‍্যাকেটে। একটি জিন্স এবং নীল ডেনিম জ‍্যাকেটে দেখা যায় উরফিকে।


তবে জ‍্যাকেটটির বিশেষত্ব, সেটি এতই ছোট যে নীচ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রীর হালকা গোলাপি রঙের অন্তর্বাস। জ‍্যাকেটের পেছনে লেখা, প্লাস্টিক ব‍্যবহার বন্ধ করুন। লাগেজের ট্রলি পাশে নিয়েই হাসিমুখে পাপারাৎজির ক‍্যামেরার সামনে পোজ দেন উরফি। ছবি দেখে অভিনেত্রীকে ট্রোল করার সুযোগ ছাড়েননি নেটিজেনরা।

চরম ট্রোল, হাসি মশকরা চলছে উরফির এই উদ্ভট পোশাক নিয়ে। কেউ বলছেন, উরফি এতই গরিব যে নতুন জামা কিনেও পরার মতো ক্ষমতা নেই। তাই এই পুরনো, ছেঁড়া ফাটা জামা পরছেন। আবার কেউ প্রশ্ন করেছেন, জামাটা কি ইদুঁরে কেটে দিয়েছেন নাকি? অনেকে আবার রীতিমতো বিরক্ত হয়ে একজন স্টাইলিস্টের পরামর্শ নিতে বলেছেন উরফিকে। এমনকি উরফি ফ‍্যাশন সেন্সকে কটাক্ষ করে ‘রণবীর সিংয়ের বোন’ও বলা হয়েছে।

https://www.instagram.com/p/CTRsZmdgKoZ/?utm_medium=copy_link

বিগ বসের ঘরে বিগ বসে থাকাকালীন একটি টাস্কের সময় বিষ্ফোরক মন্তব‍্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন উরফি। জিশান খান তাঁকে ছেড়ে দিব‍্যা আগরওয়ালের সঙ্গে জুটি বাঁধতেই ফাঁপড়ে পড়েন অভিনেত্রী। এরপরে অবশ‍্য তাঁকে একটি শেষ সুযোগ দেওয়া হয়, দর্শকদের সামনে ৪৫ মিনিটের জন‍্য লাইভ পারফরম‍্যান্স। এই সময়েই বেশ কিছু বিষ্ফোরক মন্তব‍্য করেছিলেন উরফি যা নির্মাতাদের তরফে কেটে দেওয়া হয়।

এর মাঝে উরফির একটি ভিডিও চরম ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়, যেখানে তিনি দাবি করেন বিগ বস OTT র ঘরে সঙ্গমে লিপ্ত হয়েছেন দুই প্রতিযোগী। ভিডিওতে উরফিকে বলতে শোনা যায়, ‘এখানে যৌন সঙ্গম হয়েছে, এই বিগ বস OTTর ঘরে। জানি না সেটা আপনাদের দেখানো হয়েছে কিনা কিন্তু এটা হয়েছে।’

সম্পর্কিত খবর

X