ভারতে স্বেচ্ছাচার, দুবাই গিয়েই হাওয়া টাইট! স্বল্প পোশাকে ফটোশুট করে বিদেশে বিপাকে উরফি

বাংলাহান্ট ডেস্ক: ভারতে যা মন চেয়েছে তাই করেছেন। অর্ধনগ্ন হয়ে ঘুরে বেরিয়েছেন মুম্বইয়ের রাস্তায়। সমালোচিত হয়েছেন, আইনি ঝামেলাতেও ফেঁসেছেন। কিন্তু পালটা চোখ রাঙিয়ে যাবতীয় নিন্দা উড়িয়ে দিয়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। শেষমেষ তিনি ফাঁসলেন দুবাই গিয়ে। স্বল্প পোশাকে ফটোশুট করে আটক হলেন ফ‍্যাশন ‘কুইন’।

জানা যাচ্ছে, আসন্ন প্রোজেক্টের জন‍্য দুবাই গিয়েছেন উরফি। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছেন তিনি। কিন্তু সে দেশে গিয়েই বড়সড় বিপদে ফেঁসেছেন উরফি। স্বল্প পোশাকে ফটোশুটের জন‍্য তিনি আইনি জটিলতায় ফেঁসেছেন বলে খবর। সূত্রের খবর, নিজের ডিজাইন করা একটি পোশাকে ভিডিও বানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন উরফি। কিন্তু পোশাকটি সে দেশের বাসিন্দাদের পক্ষে অশ্লীল ছিল বলে অভিযোগ।

Urfi
উপরন্তু দুবাই সরকারের আইন কানুনের বিপরীতে গিয়ে প্রকাশ‍্য রাস্তায় ওই অশ্লীল পোশাকে ফটোশুট করেছেন উরফি। দুবাই পুলিস তাঁকে আটক করেছে বলে খবর। উরফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি তাঁর ভারতে ফেরার টিকিটও বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মোদ্দা কথা, বড় বিপদেই ফেঁসেছেন উরফি।

অতি সম্প্রতি বিষ্ফোরক অভিযোগ করেন উরফি। গত বৃহস্পতিবার টুইটে মুম্বই পুলিসকে ট্যাগ করে উরফি অভিযোগ করেন, এক ব্যক্তি ক্রমাগত তাঁকে খুন এবং ধর্ষণের হুমকি দিয়ে চলেছেন। প্রতিদিন নতুন নতুন নম্বর থেকে আসে হুমকি। উরফি আরো জানান, তিনি এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। তাই পুলিসের কাছে গিয়ে অভিযোগ জানাতে পারছেন না। টুইটের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির একটি ছবিও জুড়ে দিয়েছিলেন উরফি। হুমকি মেসেজগুলির স্ক্রিনশটও শেয়ার করেছিলেন তিনি‌।

জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তির নাম নবীন রঞ্জন গিরি। পেশায় তিনি একজন দালাল। উরফির টুইটের পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করে মুম্বই পুলিস। এরপর স্বতঃপ্রণোদিত হয়ে নবীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা পুলিস কর্মী। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ, ৩৫৪ ডি, ৫০৬ (২), ৫০৯ এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের সন্ধানে রয়েছে পুলিস।


Niranjana Nag

সম্পর্কিত খবর