উরফি জাভেদ আসলে বৃহন্নলা, মুসলিমদের বদনাম করছেন! চাঞ্চল্যকর দাবি অভিনেতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এমন একটাও দিন হয়তো যায় না, যেদিন সংবাদ শিরোনামে থাকেন না উরফি জাভেদ (Urfi Javed)। চর্চায় থাকার পন্থাও খুঁজে নিয়েছেন তিনি। অঙ্গে পোশাকের পরিমাণ তাঁর যত কমছে, তাঁকে ঘিরে বিতর্কও ততই বাড়ছে। এবার অভিনেতা ফয়জান আনসারি দাবি করলেন, উরফি নাকি আদৌ মেয়েই নন। তিনি একজন বৃহন্নলা!

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন ডেকে ফয়জান বলেন, উরফির সঙ্গে তাঁর আগে থেকেই বিবাদ চলছে, যা এখন পৌঁছেছে আদালতের দোরগোড়ায়। তাঁর হাতে নাকি এমন কিছু বিষ্ফোরক প্রমাণ এসেছে যা তিনি সমগ্র দেশের মানুষকে জানাতে চান। এরপরেই ফয়জান দাবি করেন, উরফি নাকি আদৌ নারী নন। তিনি একজন বৃহন্নলা। আর এর সপক্ষে আদালতে তিনি প্রমাণও দেবেন।

urfi javed 2
ফয়জান বলেন, ‘সমাজে যেভাবে উনি নোংরামি ছড়াচ্ছেন তা শুধুমাত্র একজন বৃহন্নলাই করতে পারে। কিন্নর সমাজের প্রধানের সঙ্গে আমার কথা হবে। আমার টিম ওঁর কাছে বার্তা পাঠিয়েছে। উরফির ব্যাপারে আমরা আলোচনা করব যে যত শীঘ্র সম্ভব যেন উনি নিজেকে তাঁদের কাছে সঁপে দেন’।

ফয়জান আরো বলেন, মুসলিম হয়ে সমাজে বদনাম করছেন উরফি। তিনি নাকি তাঁকে বারণও করেছিলেন। কিন্তু উরফি স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজের মর্জি মতোই চলবেন। তাই এবার হাইকোর্টে উরফির মুখোমুখি হবেন বলে জানান ফয়জান।

প্রসঙ্গত, সম্প্রতি আবারো এক পোশাকে অশ্লীলতার চরমতম পর্যায়ে পৌঁছে গিয়েছেন উরফি। বুকের পাঁজরের আদলে বানানো একটি কাঠামোর সঙ্গে স্তনবৃন্তে শুধু বেগুনি কাপড়ের টুকরো লাগিয়েই সর্বসম্মুখে হাজির হয়ে গিয়েছেন তিনি। প্রায় অর্ধনগ্ন হয়েই তিনি ঘুরে বেরিয়েছেন বলিউডের এক অনুষ্ঠানে। রমজান মাসের তোয়াক্কাও করতে দেখা যায়নি উরফিকে।

X