বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইটে থাকার কোনো সুযোগ ছাড়েন না উরফি জাভেদ (Urfi Javed)। পেশায় অভিনেত্রী হলেও অভিনয় দিয়ে নয়। বরং অদ্ভূত ধরনের পোশাক আর বিতর্কিত মন্তব্য করে বারবার চর্চায় উঠে আসেন উরফি। সম্প্রতি তিনি দাবি করেছেন, মাত্র ১৫ বছর বয়সেই তাঁর ছবি একটি পর্ন সাইটে আপলোড করা হয়েছিল।
বিগ বস OTT র ঘরে ভাগ্যপরীক্ষা করাতে গিয়েছিলেন উরফি। কিন্তু সবার প্রথমে আউট হন তিনিই। তারপর থেকেই বিতর্ককে হাতিয়ার করে লাইমলাইটে থাকার চেষ্টা করেছেন উরফি। তাঁর বিতর্কিত মন্তব্যগুলি প্রায়ই ভাইরাল হয়। সম্প্রতি আর জে অন্মোল ও অভিনেত্রী অমৃতা রাওয়ের ইউটিউব চ্যানেলে আড্ডায় যোগ দিয়েছিলেন উরফি।
তখনি নিজের জীবনের ওই কঠিন সময়টার কথা জানিয়েছিলেন উরফি। লখনউতে থাকাকালীন তাঁর সঙ্গে ঘটেছিল ঘটনাটি। তাঁর তখন মাত্র ১৫ বছর বয়স। একটি অফ শোল্ডার টপ পরেছিলেন তিনি। উরফি জানান, সে সময়ে লখনউতে ওই ওই ধরনের পোশাক পেতেন না তিনি। তাই নিজেই একটি টিশার্ট কেটে মনমতো বানিয়ে নিয়েছিলেন উরফি। ছবিটি ফেসবুক পোস্ট করার পর কে যেন সেটিকে একটি পর্ন সাইটে আপলোড করে দেয়।
উরফির কথায়, “ওটা একটা টিউব টপ ছিল শুধু। খারাপ কিছুই ছিল না। তবুও গোটা শহর, আমার পুরো পরিবার আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। আমাকে বলা হয়েছিল, আমারই দোষে আমার ছবি পর্ন সাইটে গিয়েছে। একে তো মেয়ে হয়ে এই ধরনের পোশাক পরেছি, তার উপর আবার সেটা ফেসবুকে শেয়ারও করেছি! এমনটা তো হওয়ারই ছিল।”
কিন্তু ওই পরিস্থিতিতে কী করা উচিত তখন উরফি অতশত বুঝতেন না। তিনি যে আদতে কতটা সাহসী সেটা বোঝার ক্ষমতা তখন ছিল না তাঁর। কিন্তু পরে সেটাই তাঁর কাছে একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। উরফির কথায়, “যদি আমি এই রাস্তাটা বেছে না নিতাম তাহলে আমাকে মরতে হত। আর সেই সাহস আমার ছিল না। তাই এই পথটাই বেছে নিলাম।”